shono
Advertisement
SSC

চাকরি খুইয়ে দাগি তকমা! 'মান বাঁচাতে' পথে 'অযোগ্য' চাকরিহারারা

কী বলছেন 'অযোগ্য' চাকরিহারারা?
Published By: Tiyasha SarkarPosted: 06:23 PM Apr 14, 2025Updated: 08:39 PM Apr 14, 2025

রমেন দাস: চাকরি তো গিয়েইছে, প্রকাশিত অযোগ্যদের তালিকায় নাম থাকায় সামাজিক সম্মান নষ্ট হচ্ছে। এমনই অভিযোগে এবার খাস কলকাতায় মিছিলে পা মেলালেন 'দাগি' চাকরিহারারা। তাঁদের কথায়, "বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ের উপর ভিত্তি করে এসএসসিও আমাদের অযোগ্য প্রমাণ করতে চাইছে।" কিন্তু তাদের অযোগ্য তকমা দেওয়ার জন্য যথেষ্ট প্রমাণ নেই বলেই দাবি আন্দোলনকারীদের।

Advertisement

সুপ্রিম রায়ে চাকরি হারানোর পর থেকেই রাজপথে নেমেছেন 'যোগ্য' চাকরিহারারা। একাধিক কর্মসূচি রয়েছে তাঁদের। এসবের মাঝেই সোমবার কলকাতার পথে নামলেন 'অযোগ্য'দের একাংশ। এদিন কলেজ স্কোয়ার থেকে সুবোধ মল্লিক স্কোয়ার পর্যন্ত মিছিল করেন তাঁরা। সেখানেই সিবিআই থেকে এসএসসি সকলকেই তোপ দাগেন। তাঁদের বিরুদ্ধে যথাযথ কোনও প্রমাণ না থাকা সত্ত্বেও দাগি হিসেবে নাম প্রকাশ করে সম্মানহানি করা হচ্ছে বলে অভিযোগ তোলেন। আন্দোলনকারী কমলেশ কপাট বলেন, "আমরা আজ পদযাত্রায় শামিল হয়েছি ন্যায়বিচারের দাবিতে। যে লিস্টের পরিপ্রেক্ষিতে আমাদের অযোগ্য বলা হচ্ছে তার কোনও ভিত্তি নেই। এমনকী মহামান্য সুপ্রিম কোর্টের রায়েও বিষয়টি কোনওভাবেই স্পষ্ট নয়। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়ের উপর ভিত্তি করে এসএসসি আমাদের অযোগ্য প্রমাণ করতে চাইছে।"

উল্লেখ্য, নিয়োগ প্রক্রিয়া ‘অসাংবিধানিক’ ও ‘প্রাতিষ্ঠানিক দুর্নীতি’ বলে তোপ দেগে সম্প্রতি এসএসসির ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। এক নিমেষে চাকরি হারিয়েছেন ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী। সেই রায়ের বলা হয়েছে প্রকাশিত তালিকা অনুযায়ী যাঁরা 'দাগি' তাঁদের বেতন ও ফেরাতে হবে। তালিকা প্রকাশ্যে চলে আসায় স্বাভাবিকভাবেই সম্মানহানি হচ্ছে 'দাগি' চাকরিহারাদের। কিন্তু যে লিস্টের কারণে এই অসম্মান, তার কোনও ভিত্তি নেই বলেই দাবি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চাকরি তো গিয়েইছে, প্রকাশিত অযোগ্যদের তালিকায় নাম থাকায় সামাজিক সম্মান নষ্ট হচ্ছে।
  • এমনই অভিযোগ এবার মিছিলে পা মেলালেন দাগি চাকরিহারারা। তাঁদের অভিযোগ, "বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ের উপর ভিত্তি করে এসএসসিও আমাদের অযোগ্য প্রমাণ করতে চাইছে।"
  • কিন্তু তাতে অযোগ্য তকমা দেওয়ার জন্য যথেষ্ট প্রমাণ নেই বলেই দাবি আন্দোলনকারীদের।
Advertisement