shono
Advertisement
SSKM

পূর্ব ভারতে প্রথম, সরকারি হাসপাতাল হিসেবে NABL সার্টিফিকেট পেল SSKM

ফলত, এই ল্যাবরেটরি থেকে ক্যানসার সংক্রান্ত কোনও পরীক্ষার ফল সংশয়ের ঊর্ধ্বে। এককথায়, চোখ বন্ধ করে ভরসা করা যায়। 
Published By: Tiyasha SarkarPosted: 11:51 PM Dec 09, 2024Updated: 12:10 AM Dec 10, 2024

সংবাদ প্রতিদিন ডিজিট্যাল ডেস্ক: বহুল প্রচলিত বিজ্ঞাপনের সিগনেচার 'চোখ বন্ধ করে ভরসা করা যায়' যেন এসএসকেএম হাসপাতালের জন্যই রচিত। এই হাসপাতালের অঙ্ক প্যাথোলজি ল্যাবরেটরি এবার পেল NABL সার্টিফিকেট। ফলত, এই ল্যাবরেটরি থেকে ক্যানসার সংক্রান্ত কোনও পরীক্ষার ফল সংশয়ের ঊর্ধ্বে। এককথায়, চোখ বন্ধ করে ভরসা করা যায়। খরচ কমবে রোগীদের।

Advertisement

এন এ বি এল সংক্রান্ত সার্টিফিকেট বলছে, এসএসকেমের ল্যাবরেটরির পরিকাঠামো এবং গুণগত মান শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, রাজ্যের চৌকাঠ ছাড়িয়ে পূর্ব ভারতের যে কোনও সরকারি হাসপাতালের থেকেও অনেকটা এগিয়ে। বলা ভালো, এক নম্বরে রয়েছে এই ল্যাবরেটরি। হাসপাতালের প্রবীণ চিকিৎসক তথা অধ্যাপক ডা.অরুণাভ সেনগুপ্তের কথায়, "রোগী পরিষেবায় বরাবরই রাজ্যের প্রথম সারিতে এসএসকেএম হাসপাতাল। সেই ঘটনাকে পক্ষান্তরে স্বীকৃতি দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। পিজি হাসপাতালের অঙ্কো প্যাথোলোজি ল্যাবরেটরি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয়ের এন এ বি এল সার্টিফিকেট এর প্রমাণ।"

ক্যানসার চিকিৎসক-অধ্যাপকদের বক্তব্য, ধীরে ধীরে অত্যাধুনিক যন্ত্র আসছে। পাশাপাশি বার বার প্রশিক্ষণ দেওয়া হয়েছে টেকনিশিয়ানদের। তবে এখনও ক্যানসারের বিভিন্ন জটিল পরীক্ষার জন্য সরকারি হাসপাতালকে বেসরকারি ল্যাবরেটরির উপর ভরসা করতে হচ্ছিল। ফলে রোগীর পরিবারকে পরীক্ষা বাবদ মোটা অঙ্কের অর্থ খরচ করতে হয়। এবার সেই সমস্যা মিটল। এখন থেকে এসএসকেএমে পরীক্ষায় পাওয়া ফল দেখে সংশ্লিষ্ট ডাক্তার চিকিৎসার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবেন। খরচ কমবে রোগীর পরিবারের। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বহুল প্রচলিত বিজ্ঞাপনের সিগনেচার 'চোখ বন্ধ করে ভরসা করা যায়' যেন পিজি হাসপাতালের জন্যই রচিত।
  • এসএসকেএম হাসপাতালের অঙ্ক প্যাথোলজি ল্যাবরেটরি এবার পেল NABL সার্টিফিকেট।
  • ফলত, এই ল্যাবরেটরি থেকে ক্যানসার সংক্রান্ত কোনও পরীক্ষার ফল সংশয়ের ঊর্ধ্বে। এককথায়, চোখ বন্ধ করে ভরসা করা যায়। 
Advertisement