রমেন দাস: যাদবপুর কাণ্ডের পর বুধবার অসুস্থ হয়ে পড়েছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্ত। এখনও হাসপাতালেই চিকিৎসাধীন তিনি। এবার তাঁর সঙ্গে দেখা করতে গেলেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের দল। ৪ সদস্যদের প্রতিনিধি দল উপাচার্যের সঙ্গে দেখা করেন। সেই দলে ছিলেন আহত পড়ুয়ারা অভিনব বসুও।
গত সপ্তাহের শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে হামলার ঘটনা ঘটে। আজ শনিবার, উপাচার্যের সঙ্গে দেখা করতে যান পড়ুয়ারা। বুধবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন উপাচার্য। তাঁকে বাইপাসের ধারের এক বেসরাকারী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন তিনি। অবস্থা স্থিতিশীল হলেও তাঁকে ছাড়া যাবে না বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। রক্তচাপ নিয়ন্ত্রণে থাকলেও, মাথা ঘোরা এবং ভারসাম্য হারিয়ে ফেলার সমস্যার জন্য তাঁর ফিজিওথেরাপি শুরু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
এই আবহে যাদবপুরে পড়ুয়াদের দল তাঁর সঙ্গে দেখা করে। তাঁদের কোনও দাবি-দাওয়া নেই।সৌজন্য সাক্ষাৎকার বলে জানিয়েছেন পড়ুয়ারা। যাদবপুরের সেই দিনের নজিরবিহীন ঘটনায় আহত ছাত্র বিশ্ববিদ্যালয়ের এসএফআই নেতা অভিনব বলেন, "আমরা সৌজন্য সাক্ষাৎকারে এসেছি। কোনও দাবি-দাওয়া পেশ করব না। উপাচার্য কেমন আছেন তা দেখতেই আসা। অনেকজন পড়ুয়া এসেছি। তবে ভিতরে ৪-৫জন যাব।" যাদবপুর কাণ্ডের পর বুধবার ভাস্করকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি।
