shono
Advertisement

Breaking News

‘প্রধানমন্ত্রী হওয়া উচিত মমতার’, তৃণমূল নেত্রীর প্রশংসায় পঞ্চমুখ সুব্রহ্মণ্যম স্বামী

মমতার সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে, মানলেন স্বামী।
Posted: 04:30 PM May 10, 2023Updated: 04:31 PM May 10, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘আপসহীন সংগ্রামী নেত্রী মমতা। প্রধানমন্ত্রী হওয়া উচিত তৃণমূল নেত্রীর।’ কলকাতায় এসে এরাজ্যের মুখ্যমন্ত্রীকে দরাজ সার্টিফিকেট দিয়ে গেলেন সদ্যপ্রাক্তন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী (Subramanian Swamy)। প্রবীন এই নেতা জানিয়েছেন, মমতার সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে তাঁর। দিন দশেক আগেও মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তিনি।

Advertisement

মঙ্গলবার শহরে এক অনুষ্ঠানে এসে স্বামী দাবি করেন, দেশ ধীরে ধীরে ফ্যাসিজমের দিকে এগোচ্ছে। যা প্রতিরোধ করার জন্য শক্তিশালী বিরোধী শিবির প্রয়োজন। আর সেটা যে মমতার নেতৃত্বেই সম্ভব, একবাক্যে তা স্বীকার করে নিয়েছেন প্রবীণ নেতা। সুব্রহ্মণ্যম স্বামী বলছেন,”রাজনৈতিক মহলে আমার অনেক বন্ধু আছে। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের মধ্যেই একজন। আমি মনে করি, ওঁর দেশের প্রধানমন্ত্রী হওয়া উচিত।”

[আরও পড়ুন: অন্তঃসত্ত্বা স্ত্রীর কাছে ফেরা হল না, ভিড়ের চাপে ট্রেন থেকে পড়ে মৃত যুবক]

মমতার (Mamata Banerjee) ভূয়সী প্রশংসা করে স্বামী বললেন,”মমতার মতো লড়াকু এবং আপসহীন নেত্রী দেখা যায় না। দেখুন তো কীভাবে কমিউনিস্টদের হারাল। সেসময় কমিউনিস্টদের সামনে কেউ দাঁড়ানোর সাহস পেত না। কিন্তু মমতা ওদের তাড়িয়ে দেখিয়েছেন।” সুব্রহ্মণ্যম স্বামী জানিয়েছেন, ২০২৪ লোকসভা নির্বাচন নিয়ে নিয়মিত মমতার সঙ্গে আলোচনা হয় তাঁর। এমনকী দিন দশেক আগেও সাক্ষাৎ হয়েছিল। সেই সাক্ষাতের কথা কেউ জানেও না।

[আরও পড়ুন: অন্তঃসত্ত্বা স্ত্রীর কাছে ফেরা হল না, ভিড়ের চাপে ট্রেন থেকে পড়ে মৃত যুবক]

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) কড়া সমালোচক সুব্রহ্মণ্যম। বিশেষ করে কেন্দ্রের অর্থনৈতিক নীতির বিরুদ্ধে বরাবরই সরব হতে দেখা গিয়েছে তাঁকে। আসলে একটা সময় মোদির ঘনিষ্ঠ বৃত্তে ছিলেন তিনি। এমনকী মোদি মন্ত্রিসভায় ঠাঁই পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল ২০১৯ নির্বাচনের পর। কিন্তু শেষমেশ মন্ত্রিসভায় তাঁর জায়গা হয়নি। তারপর থেকেই স্বামী বিক্ষুব্ধ। বিজেপি তথা মোদির বিরুদ্ধে তোপ দাগার কোনও সুযোগ ছাড়েন না তিনি। ইদানিং মমতার সঙ্গে তাঁর নৈকট্যও বেশ নজর কেড়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement