shono
Advertisement

Breaking News

Sukanta Majumdar

রাজ্যপালকে দেখতে হাসপাতালে সুকান্ত, কী জানালেন রাজ্য বিজেপি সভাপতি?

হাসপাতাল থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন।
Published By: Subhodeep MullickPosted: 05:48 PM Apr 22, 2025Updated: 06:32 PM Apr 22, 2025

বিধান নস্কর, বিধাননগর: অসুস্থ রাজ্যপাল সি ভি আনন্দ বসুকে দেখতে হাসপাতালে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বেশ কিছুক্ষণ তিনি ভিতরে ছিলেন। হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “দূর থেকে ওনাকে দেখেছি। কিন্তু কোনও কথা হয়নি। তবে তাঁর পরিবারের লোকজনের সঙ্গে আমার কথা হয়েছে। চিকিৎসকের সঙ্গেও কথা বলেছি। ওনার দ্রুত আরোগ্য কামনা করছি।” 

Advertisement

বর্তমানে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রাজ্যপাল। এর আগে তিনি  কমান্ড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শোনা যাচ্ছিল, তিনি অন্যত্র চিকিৎসা করাতে চাইছেন। সেই মতো তাঁকে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সূত্রের খবর, রাজ্যপালের বয়স ৭৪ বছর। রবিবার আচমকাই তিনি অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গেই নিয়ে যাওয়া হয় হাসপাতালে। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পর হৃদযন্ত্রে একাধিক ব্লকেজ ধরা পড়েছে। সোমবার আলিপুরের হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। জানা যাচ্ছে, বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর অস্ত্রোপচার হতে পারে। খবর পেয়েই এদিন সকালে রাজ্যপালকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেলে বিধানসভার স্পিকার বিমান বন্দ্য়োপাধ্যায় তাঁকে দেখতে যান। উপহার দেন ফুল। দ্রুত সুস্থতা কামনা করেন। আপাতত রাজ্যপালের অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অসুস্থ রাজ্যপাল সি ভি আনন্দ বোস।
  • তাঁকে দেখতে হাসপাতালে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
  • বেশ কিছুক্ষণ তিনি ভিতরে ছিলেন।
Advertisement