shono
Advertisement

প্রাণহানির আশঙ্কায় পুলিশে অভিযোগ নারদকর্তার

'ঘুষ' ভিডিও 'আসল' বলেই মেরে ফেলা হবে আমায়: ম্যাথু The post প্রাণহানির আশঙ্কায় পুলিশে অভিযোগ নারদকর্তার appeared first on Sangbad Pratidin.
Posted: 12:00 PM Mar 22, 2017Updated: 01:01 PM Dec 31, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর করা স্টিং অপারেশনে এ রাজ্যের শাসক দলের বাঘ বাঘা নেতাদের ‘ঘুষ’ নিতে দেখা গিয়েছে৷ ওই স্টিং অপারেশনের জন্যই তাঁকে খুন করা হতে পারে! এমন আশঙ্কাই এবার শোনা গেল নারদকর্তা ম্যাথু স্যামুয়েলের গলায়৷ শুধু তাঁকেই নয়, তাঁর স্ত্রী ও মেয়ে এবং নারদ ডট কম সংস্থায় কর্মরত আরেক কর্মী অ্যাঞ্জেল আব্রাহামকেও প্রাণে মেরে ফেলা হতে পারে বলে আশঙ্কা নারদকর্তার৷ লোকসভা নির্বাচনের আগে নারদ ডট কমের একটি স্টিং অপারেশনে এ রাজ্যের একাধিক নেতা, মন্ত্রীকে টাকা লেনদেন করতে দেখা যায়৷ নারদের স্টিং অপারেশনের ফুটেজ ‘আসল’ বলে জানায় হাই কোর্ট৷ তারপরই গোটা ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়৷

Advertisement

তাঁকে ও তাঁর স্ত্রী-মেয়ে ও সংস্থার এক কর্মীকে অনুসরণ করা হচ্ছে, এই মর্মে কেরল পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন ম্যাথু৷ তাঁর ও তাঁর স্ত্রী অ্যানি স্যামুয়েলের দাবি, কলকাতা হাই কোর্ট নারদের ভিডিও ফুটেজকে আসল বলে ঘোষণা করার পর থেকেই তাঁদের পথেঘাটে অনুসরণ করছে কয়েকজন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী৷ ম্যাথুর মেয়েকেও মেট্রো রেলে ‘ফলো’ করছে দুষ্কৃতীরা, অভিযোগ নারদকর্তার৷ কেরলের ডিজিকে ই-মেল করে বিস্তারিত অভিযোগ জানিয়েছেন ম্যাথু৷ তিনি জানিয়েছেন, কয়েকজন ব্যক্তি দিনভর তাঁকে ও তাঁর স্ত্রী-সন্তানকে অনুসরণ করছে৷ ম্যাথু বলছেন, “আমি হাসপাতালে যাচ্ছিলাম, সেখানে আমার পিছু নেয় দু’জন অজ্ঞাতপরিচয় ব্যাক্তি৷ মেট্রোয় আমার মেয়ের পিছু নিয়েছিল৷ হাই কোর্টের রায়ের পরই এইসব হচ্ছে৷ আমি ও আমার পরিবার প্রাণহানির আশঙ্কা করছি৷ তবে আমি কারও নাম বলব না৷ পুলিশ সিসিটিভি দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করুক৷ সব জায়গাতেই সিসিটিভি রয়েছে৷”

[পদত্যাগ করুন মুখ্যমন্ত্রী, নারদ কাণ্ডে মমতাকে কটাক্ষ দিলীপ ঘোষের]

নারদ প্রসঙ্গে এদিন কলকাতায় প্রতিবাদ মিছিলের ডাক দেয় বিজেপি৷ তৃণমূল নেতাদের আর্থিক দুর্নীতির প্রতিবাদ জানাতে কলেজ স্কোয়্যার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে বিজেপি৷ সারদা কেলেঙ্কারি, নারদা-য় অভিযুক্ত তৃণমূলের নেতাদের গ্রেপ্তারের দাবিতে পথে নামে বিজেপি৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি জানান বিজেপি রাজ্য সভাপতি৷ একই দাবি জানান বিরোধী দলনেতা কংগ্রেসের আব্দুল মান্নান৷ তিনি বলেছেন, “কে ডি সিংয়ের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছেন না মুখ্যমন্ত্রী জবাব দিন৷ আর যদি আপনার দলের নেতা-মন্ত্রীরা সত্যি ঘুষ নিয়ে থাকেন, তাহলে পদত্যাগ করুন৷”

দেখুন ভিডিও:

The post প্রাণহানির আশঙ্কায় পুলিশে অভিযোগ নারদকর্তার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement