shono
Advertisement

Breaking News

মুখ্যমন্ত্রীর মুখোমুখি হতে নারাজ! তথ্য কমিশনার নিয়োগের বৈঠকে যাচ্ছেন না শুভেন্দু অধিকারী

বেলা ১ টায় বৈঠক হবে বিধানসভায়।
Posted: 12:20 PM Feb 15, 2023Updated: 12:32 PM Feb 15, 2023

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: তথ্য কমিশনার নিয়োগের বৈঠকে যোগ দেবেন না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার সকালে টুইটে নিজেই জানালেন বিষয়টি। সেই সঙ্গে যোগ না দেওয়ার কারণও তুলে ধরলেন তিনি। অর্থাৎ মুখ্যমন্ত্রীর মুখোমুখি হবেন না শুভেন্দু।

Advertisement

চলতি বছর ১৫ জন তথ্য কমিশনার পদে আবেদন করেছেন। আবেদনকারীদের মধ্যে কেউ প্রাক্তন আমলা। তো কেউ পুলিশকর্তা। পনেরোজনের মধ্যে চারজন অবশ্য বয়সজনিত কারণে বাদ চলে গিয়েছেন। বাকি ১১ জনের মধ্যে থেকে একজনকে তথ্য কমিশনার হিসাবে বাছাই করার কথা। কাকে তথ্য কমিশনার হিসাবে চূড়ান্ত করা হবে, তা নিয়ে আজ অর্থাৎ বুধবার দুপুর ১টায় বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে বৈঠক হওয়ার কথা। প্রোটোকল মেনে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমন্ত্রণ জানানো হয়েছিল। এছাড়া ওই বৈঠকে থাকবেন পরিষদীয় মন্ত্রী।

[আরও পড়ুন: তাপমাত্রা কমলেও দীর্ঘস্থায়ী হবে না শীত, বৃহস্পতিবার থেকেই বাড়বে গরম!]

শুভেন্দু অধিকারী আদৌ এই বৈঠকে যোগ দেবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছিল জল্পনা। বৈঠকের কিছুক্ষণ আগেই টুইটে শুভেন্দু জানালেন, তিনি বৈঠকে যোগ দেবেন না। তাঁর অভিযোগ, কমিশনার নিয়োগে নিয়ম মানা হয়নি। আগে থেকেই প্রার্থী বাছাই করাই রয়েছে। এই বৈঠক শেষেই বেলা ২ টোয় হবে বাজেট পেশ। 

 

[আরও পড়ুন: SSC Scam: দেশ ছেড়ে পালানোর আশঙ্কা, মানিকপুত্র সৌভিক ভট্টাচার্যের বিরুদ্ধে লুকআউট নোটিস ইডির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement