সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাংবাদিককে শ্লীলতাহানির অভিযোগে সমালোচনার মুখে পড়েছেন বর্ষীয়ান সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য(Tanmoy Bhattacharya)। তা লঘু করতে গিয়ে তাঁর মন্তব্য আরও বিতর্ক উসকে দেয়। এবার সেসব সামলাতে ফের মুখ খুললেন দমদম উত্তরের প্রাক্তন বিধায়ক। এবার কিছুটা ঢোঁক গিলে বললেন, তাঁর কথায় কেউ আঘাত পেলে, তিনি দুঃখিত। বডি শেমিং কী, তা বোঝেন না। তাই অজান্তেই কুমন্তব্য করে ফেলেছেন। তার জন্য দুঃখিত। তবে দলের সাসপেনশন সিদ্ধান্ত নিয়ে মন্তব্যে অনড় তন্ময়। বললেন, ''দল তো কিছু বলতে বারণ করেনি।''
ঘটনার সূত্রপাত রবিবার। সাক্ষাৎকার নিতে তন্ময় ভট্টাচার্যর বাড়ি গিয়ে শ্লীলতাহানির শিকার হয়েছেন বলে ফেসবুক লাইভে অভিযোগ করেন তরুণী সাংবাদিক। সঙ্গে সঙ্গে সিপিএম নেতাকে সাসপেন্ড করে দল। তৈরি হয় তদন্ত কমিটিও। এদিকে বরানগর থানায় সাংবাদিকের অভিযোগের ভিত্তিতে তন্ময়বাবুকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। বুধবার ফের তলব করা হয়েছে। সোমবার তিনি থানা থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন। শ্লীলতাহানির অভিযোগ নিয়ে বলেন, “ভদ্রমহিলার ওজন ৪০ কেজির বেশি নয়। আমার ওজন ৮৩ কেজি। ৮৩ কেজি ওজনের এক জন পুরুষ মানুষ যদি ৪০ কেজি ওজনের এক মহিলার কোলে বসে পড়েন, তা হলে সেই মহিলা শারীরিকভাবে ফিট থাকে কি না, আমি জানি না।”
এহেন মন্তব্য যথেষ্ট বিতর্কের জন্ম দেয়। মঙ্গলবার তা নিয়ে ফের সাফাই দিলেন তন্ময় ভট্টাচার্য। এবার তাঁর বক্তব্য, ''বডি শেমিংয়ের অর্থ আমি বুঝি না। কিন্তু আমার কথায় কোনও মহিলা আঘাত পেলে আমি দুঃখিত। আসলে বাড়িতে এনিয়ে আলোচনার সময় ওজনের তুলনাটা প্রথম আমার স্ত্রী করেন। সেই কথার সূত্র ধরেও আমি ওই কথা বলে ফেলেছি। এটা বডি শেমিং না কী, সেসব আমি জানিও না, বুঝিও না। কিন্তু কাউকে আঘাত করে থাকলে আন্তরিকভাবে দুঃখিত।'' যদিও তাঁর একথায় চিঁড়ে ভিজছে না মোটেও। আজই তন্ময় ভট্টাচার্যর বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে নামছে বরানগরের তৃণমূল নেতৃত্ব।