অর্ণব আইচ: সুপ্রিম কোর্টের নির্দেশে প্রাথমিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ২টি মামলা থেকে সরে গিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শনিবার আলিপুর বিশেষ সিবিআই আদালতে পেশের সময় এই ইস্যুতে মুখ খুললেন তাপস মণ্ডল। বিচারব্যবস্থা এবং তদন্তকারী সংস্থার উপর সম্পূর্ণ ভরসা রয়েছে বলেই জানান তিনি।
নিয়োগ দুর্নীতি সংক্রান্ত কোনও না কোনও মামলা থেকে যে বিচারপতি গঙ্গোপাধ্যায় সরছেন তা জানা যায় শুক্রবার দুপুরের আগেই। তবে সবকটি নাকি কোনও নির্দিষ্ট মামলা থেকে সরছেন বিচারপতি তা নিয়ে যথেষ্ট সংশয় ছিল। সন্ধেয় সুপ্রিম কোর্টের নির্দেশনামা সামনে আসার পর জানা যায় প্রাথমিকের দু’টি মামলা থেকে সরছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
[আরও পড়ুন: মামলা হাতছাড়া হওয়ায় ‘মনখারাপ’ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের, কী বলছে বিরোধী দলগুলি?]
জেল হেফাজত শেষের পর আলিপুর বিশেষ সিবিআই আদালতে পেশের সময় এই প্রসঙ্গে প্রশ্ন করা হয় তাপস মণ্ডল ও কুন্তল ঘোষদের। তাপস মণ্ডল বলেন, “বিচারব্যবস্থা এবং তদন্তকারী সংস্থার উপর সম্পূর্ণ ভরসা আছে। আশা করি সঠিক তদন্ত হবে।” তবে এ বিষয়ে হুগলির বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ কোনও প্রতিক্রিয়া দিতে চাননি।