shono
Advertisement
Rabindra Sarobar

রবীন্দ্র সরোবরে তলিয়ে মৃত্যু কিশোরের, পায়ে শ্যাওলা জড়িয়েই মর্মান্তিক পরিণতি?

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
Published By: Suhrid DasPosted: 10:18 AM Jun 15, 2025Updated: 11:07 AM Jun 15, 2025

অর্ণব আইচ ও নিরুফা খাতুন: দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবর লেকে সাঁতার কাটতে গিয়ে তলিয়ে মৃত্যু হল এক কিশোরের। আজ, রবিবার সকালে তিন বন্ধু লেকে সাঁতার কাটতে নেমেছিল। তখনই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। মৃত ওই কিশোরের নাম শিবনাথ সাউ (১৬) ওরফে শিবম। ঘটনায় আরও দু'জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। সাঁতার কাটার সময় তাদের পায়ে শ্যাওলা জড়িয়ে গিয়েছিল! প্রাথমিকভাবে সেই কথাই মনে করা হচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Advertisement

জানা গিয়েছে, ওই তিন বন্ধুর বাড়ি দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেস এলাকায়। এদিন সকালে শিবনাথ-সহ অন্য দুই বন্ধু সরোবরে যায়। তারা সাঁতার জানে, সেই কথাই বলা হয়েছিল, এমনই দাবি নিরাপত্তারক্ষীদের। তিন বন্ধুই জলে নেমে পড়ে। এদিন সকালে অন্যান্যরাও সরোবরে সাঁতার কাটছিলেন। প্রাতঃভ্রমণকারীও উপস্থিত ছিলেন। কিছু সময় পরে দেখা যায়, তিন বন্ধুই জলে তলিয়ে যাচ্ছে। সেই ঘটনা দেখে আতঙ্ক ছড়ায় উপস্থিত অন্যান্যদের মধ্যে।

সাঁতার কাটতে থাকা কয়েকজন দ্রুত সেখানে পৌঁছন। ওই তিন কিশোরকে উদ্ধারের চেষ্টা চলে। ততক্ষণে শিবনাথ সাউ তলিয়ে গিয়েছে। তাদের পায়ের সঙ্গে শ্যাওলা জড়িয়ে গিয়েছিল বলে অনুমান। সেই কারণেই তিন বন্ধু তলিয়ে যেতে থাকে। শ্যাওলা সরিয়ে প্রথমে দুই বন্ধুকে উদ্ধার করা হয়। পরে পাওয়া যায় শিবনাথকে। তাদের দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা শিবনাথকে মৃত বলে ঘোষণা করেন। বাকি দু'জনের চিকিৎসা চলছে বলে খবর। শ্যাওলা আটকেই কি এই মর্মান্তিক পরিণতি? তিন বন্ধু কতটা ভালো সাঁতার জানত? সেই প্রশ্ন উঠেছে। ওই তিনজনের বাড়িতেও দুঃসংবাদ পৌঁছেছে বলে খবর। ঘটনায় শোকের ছায়া এলাকায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবর লেকে সাঁতার কাটতে গিয়ে তলিয়ে মৃত্যু হল এক কিশোরের।
  • আজ, রবিবার সকালে তিন বন্ধু লেকে সাঁতার কাটতে নেমেছিল।
Advertisement