shono
Advertisement

বিধানসভায় ‘দু হাত তুলে নাচ’ শুভেন্দুর! অভিযোগ তৃণমূলের, নিন্দায় সরব স্পিকার

বিধানসভায় নাচানাচি!
Posted: 08:30 PM Aug 01, 2023Updated: 08:30 PM Aug 01, 2023

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: বিধানসভা অধিবেশন চলাকালীনই ‘দু’হাত তুলে নেচেছেন’ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনই অভিযোগ তৃণমূলের (TMC)। শুভেন্দুর আচরণের নিন্দা করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ও।

Advertisement

ঠিক কী হয়েছিল? মঙ্গলবার বিধানসভায় কেন্দ্রীয় ‘বঞ্চনা’ নিয়ে আলোচনা হচ্ছিল। কেন্দ্রের টাকা আটকে দেওয়ার অভিযোগ নিয়ে রাজ্যের পালটা বক্তব্য রাখেন শুভেন্দু (Suvendu Adhikari)। কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী গিরিরাজ সিংয়ের চিঠির প্রসঙ্গ তুলে শুভেন্দু দাবি করেন,”আমি কখনও কেন্দ্রের টাকা বন্ধ করার কথা বলিনি। আমি বলেছি চুরি বন্ধ করতে। চুরি বন্ধ হোক, দরকার পড়লে আমিও দিল্লি গিয়ে টাকা আদায় করব।” শুভেন্দুর বক্তব্যের অভিযোগের জবাব দিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। চন্দ্রিমার ভাষণের পর চমকপ্রদ ঘটনা ঘটে বিধানসভায়।

[আরও পড়ুন: স্কুলের ল্যাবরেটরিতে বিস্ফোরণ, হাসপাতালে শিক্ষক-সহ ১০ ছাত্রী]

অভিযোগ, চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) সময় শেষ হয়ে যাওয়ার পরও বলতে থাকেন। কেন তাঁকে বলার সুযোগ দেওয়া হচ্ছে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে এই প্রশ্ন করেন বিরোধী দলনেতা। তাতে স্পিকার জানান, বিরোধী বিধায়করাও অনেক সময় নষ্ট করেন। আর স্পিকার চাইলে কোনও বক্তাকে অতিরিক্ত সময় দিতেই পারেন। এসবের মধ্যেই আবার কেন্দ্রীয় বঞ্চনার বক্তৃতায় পিএম কেয়ার ফান্ডের গোপনীয়তার বিষয়টি তুলে আনেন চন্দ্রিমা। সেটার আবার প্রতিবাদ করেন বিজেপি বিধায়ক হিরণ এবং অশোক দিন্দা। চন্দ্রিমা তাঁদের বলেন, ‘আপনারা আমার সন্তানসম।’ তারপরই বিজেপি বিধায়করা ওয়াক আউট করেন।

[আরও পড়ুন: ঋণ দেবেন চিনা ব্যাংক কর্তা! রাজস্থানে বসে কলকাতায় ফাঁদ, তদন্তে লালবাজার]

তৃণমূলের অভিযোগ, ওয়াক আউট করার সময় দু’হাত তুলে কীর্তনের ধাঁচে নৃত্য করেছেন শুভেন্দু। বিধানসভায় তৃণমূলের উপ মুখ্যসচেতক তাপস রায় (Tapas Roy) স্পিকারের কাছে অভিযোগ করেন, “কোনও বিধায়ক অসংসদীয় কথা বললে তা রেকর্ড থেকে বাদ দেওয়া হয়। এর আগে বিজেপি বিধায়কেরা অধিবেশনে হাততালি দিয়েছেন। আজ তো বিরোধী দলনেতা দু’হাত তুলে বিধানসভার অধিবেশন কক্ষে নৃত্য করে গেলেন।” সঙ্গে সঙ্গে শুভেন্দুর আচরণের নিন্দা করেন স্পিকারও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement