shono
Advertisement

দিল্লি স্রেফ ট্রেলার! কলকাতায় ফিরে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে চ্যালেঞ্জ অভিষেকের।
Posted: 07:24 PM Oct 04, 2023Updated: 09:05 PM Oct 04, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার দিল্লিতে তৃণমূলের কর্মসূচি স্রেফ ট্রেলার ছিল। দিল্লির বুকে ৫০ হাজার থেকে লক্ষাধিক লোক নিয়ে প্রতিবাদ কর্মসূচি করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুঁড়ে ফের একবার এই ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

Advertisement

দিল্লি থেকে বুধবার কলকাতায় ফিরেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিমানবন্দরে দাঁড়িয়ে ফের একবার কেন্দ্রীয় সরকারকে চ্যালেঞ্জ ছোঁড়েন তিনি। অভিষেকের কথায়, “দিল্লিতে ওটা ট্রেলার ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লক্ষাধিক লোক নিয়ে গিয়ে দিল্লিতে জমায়েত করব। দেখব ওরা কী করে?”

[আরও পড়ুন: দেরিতে আসায় স্কুলে ঢুকতে বাধা, প্রতিবাদে পথ অবরোধ, গেট ভাঙার চেষ্টা ক্ষুব্ধ পড়ুয়াদের]

বারবার অভিষেক এবং তাঁর পরিবারের সদস্যকে তলব করছে ইডি, সিবিআই। এদিন তা নিয়ে প্রশ্ন করতেই ফুঁসে ওঠেন তৃণমূল সাংসদ। তাঁর কথায়, এর আগেও আমাকে, আমার স্ত্রীকে ওরা তলব করেছে। একটি মামলায় সুপ্রিম কোর্টের রক্ষাকবচ রয়েছে, তাই কিছু করতে পারছে না। অন্য মামলায় ডেকে পাঠাচ্ছে। আমার বিরুদ্ধে প্রমাণ থাকলে আদালতে জমা দিক। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে চ্যালেঞ্জ করছি না, তবে সংস্থাগুলি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে। তাদের চ্যালেঞ্জ করছি আমি।”

 

আগামিকাল রাজভবন অভিযান করবে তৃণমূল। ১০০ দিনের প্রকল্পের টাকা কেন আটকানো হল, কাজ করিয়ে কীভাবে টাকা আটকে রাখল কেন্দ্র, কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসেবে রাজ্য়পালের কাছে জবাব চাইবেন অভিষেক ও শাসকদলের প্রতিনিধিরা। তবে উত্তরের জেলার বানভাসি পরিস্থিতির কথা মাথায় রেখে সেখানকার জেলা নেতৃত্বকে কলকাতায় আসতে নিষেধ করেছেন অভিষেক।

[আরও পড়ুন: অতিবৃষ্টিতে বানভাসি একাধিক জেলা, মোকাবিলায় একগুচ্ছ নির্দেশিকা জারি মুখ্যমন্ত্রীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement