shono
Advertisement
Abhishek Banerjee

‘যতই করো হামলা, আবার জিতবে বাংলা’, ২৬ জয়ে নতুন স্লোগান নিয়ে মাঠে নামছে তৃণমূল

নির্বাচনের আগে নতুন স্লোগান তৃণমূলের।
Published By: Kousik SinhaPosted: 07:30 PM Dec 27, 2025Updated: 08:40 PM Dec 27, 2025

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: বঙ্গ বিধানসভা নির্বাচনের বাকি কয়েকটা মাস! তার আগেই নতুন স্লোগান তৃণমূলের। ‘যতই করো হামলা, আবার জিতবে বাংলা’— শাসকদলের অফিশিয়াল সমাজমাধ্যমে এই স্লোগান প্রকাশ করা হয়েছে। একইসঙ্গে কর্মসূচির লোগোও প্রকাশ করা হয়েছে। যেখানে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে। আর এই স্লোগানকে সামনে রেখে ২৬ এর নির্বাচনে বিজেপির বিরুদ্ধে জোট বেধে লড়াইয়ের ডাক তৃণমূলের। শুধু তাই নয়, নতুন বছর থেকেই ময়দানে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

Advertisement

গত ২১ এর বিধানসভা নির্বাচনে 'বাংলা নিজের মেয়েকেই চায়' স্লোগানকে সামনে রেখে ভোটের ময়দানে নামে শাসকদল তৃণমূল। আসে বিপুল সাফল্য। বহিরাগত তত্ত্বকে সামনে রেখে বিজেপিকে লাগাতার আক্রমণ শানিয়েছিল শাসকদলের নেতারা। শুধু তাই নয়, লোকসভা নির্বাচনেও রাজ্যে যে বিজেপি প্রধান 'শত্রু' তা মাথায় রেখে স্লোগান তৈরি করে তৃণমূল। ডাক দেওয়া হয়, ‘জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জনে’র। এবার ২৬ এর নির্বাচনকে মাথায় রেখে অফিশিয়াল সমাজমাধ্যমে নতুন লোগো এবং স্লোগান প্রকাশ করল তৃণমূল।

সমাজমাধ্যমে শাসকদল লিখছে, 'যারা দিনের পর দিন শোষণ করছে, হেনস্থা করছে, ভয় দেখাচ্ছে, তাদের বিরুদ্ধে বাংলার মানুষের হতাশা প্রকাশ হয়েছে এই লোগোতে।' এমনকী বিজেপিকে 'বাংলা বিরোধী জমিদার' বলেও আক্রমণ করা হয়েছে। শুধু তাই নয়, তৃণমূল আরও লিখছে, 'একটা ছবিতেই হাজার শব্দ বলা হয়েছে। বার্তা স্পষ্ট, বাংলা এগোবেই, আর বাংলার মানুষ বিজেপিকে রাস্তা দেখিয়ে দেবে। ২০২৬ এ ফেয়ারওয়েল দেওয়া হবে বিজেপিকে। গণতান্ত্রিক বিদায় হবে। কোনও ক্ষমা হবে না।' 

অন্যদিকে কার্যত এই স্লোগানকে সামনে রেখেই বঙ্গ বিধানসভা ভোটের আগে ময়দানে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ২ জানুয়ারি দক্ষিণ ২৪ পরগণা থেকে শুরু হচ্ছে তাঁর কর্মসূচি। এরপর তালিকায় বীরভূম, রানাঘাট-কৃষ্ণনগর-সহ একাধিক জেলা রয়েছে। কর্মসূচি রয়েছে কলকাতাতেও। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement