shono
Advertisement

মণিপুর থেকে উজ্জ্বলা যোজনা, পুজোর আগে কেন্দ্র বিরোধিতায় সই সংগ্রহে নামছে মহিলা তৃণমূল

সেপ্টেম্বর ও অক্টোবর মাসে টানা রয়েছে টানা কর্মসূচি।
Posted: 08:11 PM Sep 09, 2023Updated: 08:16 PM Sep 09, 2023

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: পুজোর (Durga Puja) আগে পরপর দু’টি কর্মসূচি নিয়ে পথে নামছে তৃণমূল (TMC) মহিলা কংগ্রেস। প্রথমে মণিপুরের ইস্যু। তার পরবর্তী ইস্যুতে কেন্দ্রের উজ্জ্বলা যোজনা গ‌্যাসের শেষ ৬ মাসের রেকর্ড চেয়ে হবে এক সপ্তাহ ব‌্যাপী আন্দোলন। শনিবার তৃণমূল ভবনে এই কর্মসূচি স্থির করতে বৈঠক করেন তাঁরা। ছিলেন দলের রাজ‌্য সভানেত্রী মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, ভাইস চেয়ারপার্সন সাংসদ মালা রায়, প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষ, প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সিরা।

Advertisement

নেতৃত্বের অভিযোগ, দেশের নাম বদলের জিগির তুলে মণিপুরের (Manipur Violence) নির্যাতিতাদের ভুলিয়ে দিতে চাইছে বিজেপি সরকার। তাই ‘আমরা আছি মণিপুরের পাশে’ স্লোগান তুলে এবার স্বাক্ষর সংগ্রহে নামছে তৃণমূল মহিলা কংগ্রেস নেতৃত্ব। আগামী ২২ সেপ্টেম্বর রাজ‌্যজুড়ে এই কর্মসূচি চলবে দুপুর ২টো থেকে সন্ধ‌্যা ৬টা পর্যন্ত।

[আরও পড়ুন: ‘সাবধান! শহরে নতুন ভ্যাম্পায়ার’, রাজ্যপালের হুঁশিয়ারির পালটা কটাক্ষ শিক্ষামন্ত্রীর]

এরপর ৩ অক্টোবর থেকে ১০ অক্টোবর পর্যন্ত উজ্জ্বলা যোজনা (PM Ujjwala Yojona) কর্মসূচি করবে মহিলা সংগঠন। সমস্ত পুরসভা এলাকায় এই কর্মসূচি হবে। গ‌্যাস সরবরাহ করা হয় যে এজেন্সি মারফত, তাদের কাছ থেকে বিগত ৬ মাসের রেকর্ড চাওয়া হবে কত গ্রাহক উজ্জ্বলা যোজনার গ‌্যাস নিয়েছেন, ভরতুকিই বা কত গ্রাহকের কাছে পৌঁছেছে। নেতৃত্বের কথায়, ”আমাদের দৃঢ় বিশ্বাস, কেন্দ্র সরকার এই ইস্যুতেও মানুষকে বোকা বানাচ্ছে। তার তথ‌্য সংগ্রহ করে আমরা পথে নামব।” তাদের অভিযোগ, এখানেও ‘গ‌্যাসের বেলুন ফোলাচ্ছে কেন্দ্র।’ মানুষের কাছে সেই তথ‌্য তুলে ধরা হবে। শেষদিন কলকাতায় কেন্দ্রীয় সমাবেশ করবে তৃণমূলের মহিলা সংগঠন।

[আরও পড়ুন: ‘পঞ্চায়েত বা উপনির্বাচন কোনও ভোটই নয়’, ধূপগুড়িতে হেরে আজব সাফাই শুভেন্দুর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement