shono
Advertisement
Traffic

আজ মাসির বাড়ি থেকে ফেরার পালা, উলটোরথে শহরে যানজটের আশঙ্কা, এড়াবেন কোন রাস্তা?

Published By: Paramita PaulPosted: 02:29 PM Jul 05, 2025Updated: 02:48 PM Jul 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজ, শনিবার মাসির বাড়ি থেকে নিজগৃহে ফিরবেন তিন ভাইবোন। মাসির বাড়ি থেকে বেরবে রথ। আর এই উলটোরথ উপলক্ষে শহরের বিভিন্ন প্রান্তে পালিত হবে রথযাত্রা। যার জেরে রাস্তায় যানজট হতে পারে। এদিন রাস্তায় বেরলে কোন কোন রাস্তা এড়িয়ে চলবেন?

Advertisement

দুপুর ১টায় আউটরাম রোড থেকে বেরিয়েছে শোভাযাত্রা। যা জওহরলাল নেহরু, ডোরিনা ক্রসিং, এস এন ব্যানার্জি রোড ধরে পার্ক সার্কাস সেভেন পয়েন্টের দিকে এগোবে। তারপর শেক্সপিয়র সরণি হয়ে হাঙ্গারফোর্ড রোডে পৌঁছবে রথটি। ফলে দুপুরের ব্যস্ত সময়ে এই রাস্তাগুলিতে ব্য়াপক যানজটের আশঙ্কা রয়েছে।

দুপুর তিনটেয় হরিসভা স্ট্রিট থেকে রথ বেরিয়ে রামগোপাল স্ট্রিট, হেমচন্দ্র স্ট্রিট হয়ে যাবে দেব রোডে।

একই সময় দিলারজাং রোড থেকে রথ বেরিয়ে টালা ব্রিজ হয়ে বি টি রোড থেকে বাগবাজার যাবে। সেখান থেকে যাবে কাশীপুর রোডে।

আবার বিকেল চারটেয় বিধান সরণি হয়ে হাতিবাগান, খান্না, অরবিন্দ সরণি ধরে যাবে রথযাত্রা। আর জি কর রোড, বেলগাছিয়া রোড, পাইকপাড়া মোড় হয়ে আর এম রোডে পৌঁছবে রথ। অফিস ছুটির সময় এই রাস্তাগুলিতে যান চলাচল নিয়ন্ত্রিত হতে পারে। 

এদিকে আবার একই সময় দক্ষিণ কলকাতার মহারাজা স্ট্যাগর রোড থেকে একটি শোভাযাত্রা বাবুবাগান লেন, ঢাকুরিয়া পোস্ট অফিস, গড়িয়াহাট রোড সাউথ হয়ে যোধপুর পার্কে পৌঁছবে। আরেকটি রথযাত্রা মারর্সডেন স্ট্রিট থেকে রফি আহমেদ কিদওয়াই রোড, এলিয়েট রোড হয়ে পৌঁছে যাবে ওয়েলেসলি স্কোয়ারে।

বিকেল সাড়ে চারটেয় ডায়মন্ড হারবার রোড থেকে রথ বেরিয়ে শিলপাড়া, শখেরবাজার হয়ে বেহালার চৌরাস্তায় পৌঁছবে।

রাত পৌনে ন'টা নাগাদ এস পি মুখার্জি রোড হয়ে দেশপ্রাণ শাসমল রোডে যাবে রথ।

সবমিলিয়ে গোটা কলকাতাজুড়েই বেরবে রথযাত্রা। ফলে যানজট হবেইয তাই বাড়ি থেকে বেরনোর সময় হাতে সময় নিয়ে বেরনোই বাঞ্ছনীয়। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দুপুর তিনটেয় হরিসভা স্ট্রিট থেকে রথ বেরিয়ে রামগোপাল স্ট্রিট, হেমচন্দ্র স্ট্রিট হয়ে যাবে দেব রোডে।
  • দিলারজাং রোড থেকে রথ বেরিয়ে টালা ব্রিজ হয়ে বি টি রোড থেকে বাগবাজার যাবে।
  • বিকেল চারটেয় বিধান সরণি হয়ে হাতিবাগান, খান্না, অরবিন্দ সরণি ধরে যাবে রথযাত্রা।
Advertisement