সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী সোমবার ধর্মতলায় তৃণমূলের শহিদ সমাবেশ। শহিদ স্মরণ অনুষ্ঠানকে একাধিক শর্তে বেঁধেছে কলকাতা হাই কোর্ট। আদালতের নির্দেশ মেনে যান নিয়ন্ত্রণের নীল নকশা তৈরি করেছে কলকাতা পুলিশ। শুক্রবার সেই মতো বিজ্ঞপ্তি জারি করেছেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা।
* ধর্মতলার দিকে যে রাস্তাগুলি দিয়ে গাড়ি যাবে, সেখানে গাড়ি দাঁড় করাতে দেওয়া হবে না। প্রয়োজনে বিকল্প রুট ব্যবহার করা হবে।
* কোনও রাস্তায় যানজট তৈরি হলে পাশের ছোট রাস্তা ব্য়বহার করা হবে।
* সোমবার ভোর ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত পণ্যবাহী গাড়ি নিষিদ্ধ।
* মাছ, মাংস এবং অত্যাবশ্যকীয় পণ্য গাড়িতে থাকলে তা যাতায়াত করতে পারবে।
যান নিয়ন্ত্রণ করা হবে:
* আমহার্স্ট স্ট্রিট
* বিধান সরণি
* কলেজ স্ট্রিট
* ব্রাবোর্ন রোড
* বেন্টিঙ্ক স্ট্রিট
* স্ট্র্যান্ড রোড
* বিবি গাঙ্গুলি স্ট্রিট
* নিউ সিআইটি রোড
* রবীন্দ্র সরণি
পার্কিং করা যাবে না
* হেস্টিংস ক্রসিং
* ক্যাথিড্রাস রোড
* লাভার্স লেন
* হসপিটাল রোড
* ক্যাসুরিনা অ্যাভিনিউ
উল্লেখ্য, প্রতি বছরই ২১ জুলাই দিনটি অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করে থাকে রাজ্যের শাসকদল তৃণমূল। ১৯৯৩ সালের এই দিনটিতে তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মহাকরণ অভিযানে পুলিশের অত্যাচার, গুলিচালনার ঘটনা বাংলার রাজনৈতিক ইতিহাসের কালো অধ্যায়। সেই দিনটিকে স্মরণে রাখতে বর্তমান শাসকদলের আয়োজন। ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে মঞ্চ বেঁধে সেদিনের শহিদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন দলের নেতারা। সর্বাগ্রে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবছরও ২১ জুলাই নিয়ে বিশেষ আয়োজন করছে তৃণমূল।
