কৃষ্ণকুমার দাস: রাম-বাম চক্রান্তে চাকরি হারিয়েছেন ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মী! সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় প্রশ্ন তুলে দিয়েছেন, এই রায়ের নেপথ্যে কোনও খেলা হচ্ছে না তো? এই প্রেক্ষাপটেই ন্যায়ের দাবিতে পথে নামছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস।

সোমবার বিকেলে সাংবাদিক বৈঠকে তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ দলের কর্মসূচির কথা সবিস্তারে জানান। তিনি বলেন, "আগামী ৯ এপ্রিল বিকেল ৩ টেয় কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করবে তৃণমূলের ছাত্র পরিষদ। ১১ এপ্রিল কলকাতা-সহ রাজ্যজুড়ে আয়োজন করা হয়েছে প্রতিবাদ কর্মসূচি। প্রতি ব্লক, টাউন ও ওয়ার্ডেও মিছিল করা হবে।"
বেলাগাম দুর্নীতি ও অসাংবিধানিক নিয়োগ বলে দাবি করে দিন কয়েক আগে ২০১৬ সালের এসএসসির গোটা প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। চাকরি হারিয়েছেন ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী। সুপ্রিম কোর্ট এই রায় ঘোষণা করার পরই তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, গোটা ঘটনার নেপথ্যে থাকতে পারে বাম-রাম ষড়যন্ত্র। কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কাজ করছেন, তা বাধাপ্রাপ্ত করতেই বিরোধীরা চক্রান্ত করছে বলে দাবি ওঠে। নেতাজি ইন্ডোরের সমাবেশে সোমবারেও একই দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম রায়ের নেপথ্যে খেলা চলছে কি না, সেই নিয়ে আশঙ্কা প্রকাশ করেন তিনি। এবার রাম-বাম চক্রান্তের প্রতিবাদে পথে নামতে চলেছে তৃণমূল।