shono
Advertisement
Bike Accident

ফের প্রাণঘাতী জয়রাইড! বেপরোয়া গতির বাইকে দুর্ঘটনা, উল্টোডাঙায় মৃত ২

বাইকটিতে হেলমেটহীন ৪ আরোহী ছিল বলে জানা গিয়েছে, বাকি দু'জন আশঙ্কাজনক।
Published By: Sucheta SenguptaPosted: 09:58 AM May 05, 2025Updated: 10:04 AM May 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের কলকাতা শহরে প্রাণঘাতী জয়রাইড! যার বলি হতে হল দুই বাইক আরোহীকে। সোমবার ভোরে উল্টোডাঙা উড়ালপুলে ঘটেছে মর্মান্তিক দুর্ঘটনাটি। জানা গিয়েছে, একটি বাইকে চারজন ছিলেন। বেপরোয়া গতিতে বাইকটি উল্টোডাঙা থেকে দমদম বিমানবন্দরের দিকে যাচ্ছিল। গতি বেশি থাকায় আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে উড়ালপুলের রেলিংয়ে ধাক্কা দিয়ে উলটে যায় বাইক। আরোহীদের কারও মাথায় হেলমেট ছিল না। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই দু'জনের মৃত্যু হয়। বাকি ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

Advertisement

সপ্তাহের প্রথম দিন, ঘড়িতে তখন ভোর ৫টা ৪২। উল্টোডাঙার দিক থেকে বেপরোয়া গতিতে একটি বাইক যাচ্ছিল দমদম বিমানবন্দরের দিকে। বাইকটিতে ছিল চারজন। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, কারও মাথায় হেলমেট ছিল না। উড়ালপুলে ওঠার পরই বাইকটি রেলিংয়ে ধাক্কা দিয়ে উলটে যায়। রাস্তায় পড়ে যান চারজন। তড়িঘড়ি পথচলতি মানুষজন তাঁদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। কিন্তু পথেই মৃত্যু হয় দু'জনের। বাকি দু'জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে।

প্রাথমিকভাবে পুলিশ জানাচ্ছে, গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। এছাড়া আরোহীদের কারও হেলমেট না থাকায় প্রাণঘাতী হয়ে উঠেছে এই জয়রাইড। আইন না মেনে এভাবে বাইক চালানোয় আরোহীদের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারে পুলিশ। এই দুর্ঘটনার জেরে উল্টোডাঙা উড়ালপুলে সাময়িকভাবে যানজট তৈরি হয়। তবে ভোরবেলা এই ঘটনা হওয়ায় তেমন সমস্যা হয়নি। আগেও একাধিকবার রাতের কলকাতায় জয়রাইডের শিকার হয়েছেন অনেকে। তা সত্ত্বেও পথ সুরক্ষা বিঘ্নিত করেই বেপরোয়া গতিতে বাইক কিংবা গাড়িচালনা চলছেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • উল্টোডাঙায় বেপরোয়া গতির বাইকে দুর্ঘটনা, ফের জয়রাইডের বলি ২, আশঙ্কাজনক আরও দুই।
  • একটি বাইকে চারজন আরোহীর কারও মাথায় হেলমেট ছিল না।
Advertisement