shono
Advertisement
St Xavier's College

শীতের বেলাশেষে সেন্ট জেভিয়ার্সে জাভরাং '২৫, দুদিনের অনুষ্ঠানে রঙিন ক্যাম্পাস

এই অনুষ্ঠানে ৫০টি কলেজ ও বিশ্ববিদ্যালয় শামিল হয়েছিল।
Published By: Subhankar PatraPosted: 06:10 PM Jan 29, 2025Updated: 06:32 PM Jan 29, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শীতের মিঠে রোদ মেখে মহা সমারোহে উদযাপিত হল সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের বার্ষিক উৎসব তথা জাভরাং '২৫। এবারের থিমের নাম ছিল, 'মিথিক্যাল ওডিসি- এক্লিপ্স অফ এরাস'।

Advertisement

১৭ ও ১৮ জানুয়ারি দুদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান, মিউজিক্যাল ইভেন্টে জমে উঠেছিল ক্যাম্পাস। শুক্রবারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের দমকল ও দুর্যোগ মোকাবিলা বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী সুজিত বসু। ছাত্রছাত্রীদের মধ্যে জাভরাংয়ের প্রতি আগ্রহ গড়ে তুলতে ১১ ও ১২ জানুয়ারি প্রাক জাভরাং ইভেন্ট আয়োজন করা হয়। সেখানে ফুটবল, দাবা ও টেবিল টেনিসের মতো প্রতিযোগিতার আসর বসে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানাচ্ছে, অংশগ্রহণকারীদের মধ্যে খেলোয়াড়োচিত মনোভাব গড়ে তোলাই ছিল মূল্য উদ্দেশ্য। সেই সঙ্গে এই সব ইভেন্ট তাঁদের পারস্পরিক আস্থার ভিতও মজবুত করবে।

দুদিনব্যাপী জাভরাং-এর অনুষ্ঠানে ৫০টি কলেজ ও বিশ্ববিদ্যালয় শামিল হয়। মোট ৫৩টি ইভেন্টের আয়োজন করা হয়েছিল। যার মধ্যে ছিল ডিবেটিং সোসাইটির পক্ষ থেকে 'মিথিক্যাল ডিবেট ওডিসি', লিটেরারি সোসাইটির 'ট্রেজার হান্ট', কমার্স অ্যান্ড ম্যানেজমেন্ট সোসাইটির 'মোনোপলি', কালচারাল সোসাইটির 'থিম ওয়াকে'র মতো প্রতিযোগিতা। প্রতিটি ইভেন্টেই ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছিলেন।

শুধুমাত্র প্রতিযোগিতাই নয়, বিনোদনের কথা মাথায় রেখে আমন্ত্রণ জানানো হয়েছিল আধুনিক সঙ্গীত শিল্পীদেরও। প্রথমদিন 'দ্য মিউজিক্যাল পুলিশ' ব্যান্ড, ডিজে বানি ও ডিজে আজিজের রক মিউজিকে মেতে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সেই রেশ ধরে দ্বিতীয় দিনে ডিজে ট্রাবেল ও ডিজে ফ্যান্টম মঞ্চ মাতিয়ে তোলেন। সবশেষে সানবার্ন ক্যাম্পাসের ডিজে রূপের মনোমুগ্ধকর উপস্থাপনা। সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস্ বোর্ডের সমাপ্তি অনুষ্ঠানও মন কাড়ে সকলের। জাভরাং '২৫ আগামী বর্ষের ছাত্রছাত্রীদের কাছে মাইলফলক স্থাপন করল বলেই জানাচ্ছে কর্তৃপক্ষ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শীতের মিঠে রোদ মেখে মহা সমারোহের সঙ্গে উদযাপিত হল সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের বার্ষিক উৎসব তথা জাভরাং'২৫।
  • এবারের থিমের নাম ছিল, 'মিথিকাল ওডিসি -এক্লিপ্স অফ এরাস'।
  • ১৭ ও ১৮ জানুয়ারি দুদিন ব্যাপী অনুষ্ঠানের বিভিন্ন ইভেন্ট, মিউজিক্যাল ইভেন্ট অন্যমাত্রায় নিয়ে গিয়েছে।
Advertisement