নিরুফা খাতুন: জিডি বিড়লা স্কুলে ছাত্রীর যৌন নির্যাতনে দোষীদের সাজা ঘোষণা করল আলিপুর পকসো আদালত। দুই দোষীকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শুনিয়েছেন বিচারক। এছাড়া ৫০ হাজার টাকা করে জরিমানা এবং তা অনাদায়ে আরও ছ’মাস জেলের নির্দেশও দেওয়া হয়েছে। সরকার পক্ষ থেকে নির্যাতিতা ছাত্রীকে ৫ লক্ষ টাকা দেওয়ার কথাও বলেছেন বিচারক।
ঘটনা বছর ছয়েক আগেকার। রানিকুঠির জিডি বিড়লা স্কুলের (GD Birla School) বছর চারের এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে শারীরশিক্ষার দুই শিক্ষকের বিরুদ্ধে। ২০১৭ সালে স্কুল ছুটির পর শৌচালয়ে নিয়ে গিয়ে তাঁর উপর নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। ছাত্রীর পরিবারের অভিযোগ, তাঁরা স্কুলে মেয়েকে আনতে গিয়ে দেখেন, মেয়ে শৌচালয়ে দাঁড়িয়ে কাঁদছে, স্কুলড্রেসে রক্তের দাগ। যাদবপুর থানায় দুই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। পরে ছাত্রীর মেডিক্যাল পরীক্ষাও হয়।
[আরও পড়ুন: স্ত্রীকে দেখভালের দায়িত্ব স্বামীর, ভিক্ষে করে হলেও খোরপোশ দিতে হবে! জানাল আদালত]
এই ঘটনা নিয়ে সেসময় উত্তাল হয়েছিল গোটা কলকাতা। শিশুর উপর যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষকদের বরখাস্ত, কঠিন শাস্তি-সহ একাধিক দাবিতে পথে নেমেছিলেন অন্যান্য স্কুলের অভিভাবকরাও। মামলার জল গড়ায় বহু দূর। অভিযুক্তদের বিরুদ্ধে পকসো (POCSO) আইনের চার ও ছ নম্বর ধারায় মামলা হয়। ১৬৪ ধারা অনুযায়ী নির্যাতিতার গোপন জবানবন্দি নিতে সম্মতি দিয়েছিল আদালত। গ্রেপ্তার হয় দুই শিক্ষক। ৬ বছর ধরে সেই মামলা চলে। এরপর বুধবার আলিপুর আদালত (Alipur Court) তাদের দোষী সাব্যস্ত করে। শুক্রবার শাস্তি ঘোষণা করল আদালত।