shono
Advertisement

WB Civic Polls: সোমবারই পুরভোটের বিজপ্তি জারির সম্ভাবনা, সর্বদল বৈঠক ডাকল কমিশন

আগামী বছর ২ দফায় রাজ্যের বাকি পুরসভাগুলির ভোট।
Posted: 09:49 PM Dec 26, 2021Updated: 09:56 PM Dec 26, 2021

শুভঙ্কর বসু: কলকাতা হাই কোর্টে (Calcutta HC) হলফনামা জমা দিয়ে রাজ্যের বকেয়া পুরসভাগুলির নির্বাচনের দিনক্ষণ আগেই জানিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। সেইমতো এবার তারা প্রস্তুতি শুরু করে দিল। সোমবার এনিয়ে কমিশন বিজ্ঞপ্তি জারি করতে চলেছে বলে খবর। তার আগে দুপুর দুটো নাগাদ কমিশনের দপ্তরে সর্বদল বৈঠকের (All Party Meeting) ডাক দেওয়া হয়েছে।

Advertisement

চলতি সপ্তাহে হাই কোর্টে হলফনামা দিয়ে কমিশন জানিয়েছিল, ২২ জানুয়ারি ও ২৭ ফেব্রুয়ারি বকেয়া পুরসভাগুলির ভোট সেরে ফেলা হবে। প্রথম দফায় ২২ জানুয়ারি হাওড়া, চন্দননগর, বিধাননগর, শিলিগুড়ি ও আসানসোল পুর নিগমের নির্বাচন হবে। দ্বিতীয় দফায় ২৭ ফেব্রুয়ারি বাকি ১০৯টি পুরসভার ভোটগ্রহণ হবে। ভোটের দিনক্ষণ স্থির করার ক্ষেত্রে রাজ্য নির্বাচন কমিশন যে বিষয়গুলি মাথায় রেখেছে তার উল্লেখ হলফনামায় রয়েছে। সামনের বছরের মার্চ এবং এপ্রিলে রয়েছে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা। তাই ভোটের দিনক্ষণ স্থির করার ক্ষেত্রে সে বিষয়টি মাথায় রেখেছে রাজ্য নির্বাচন কমিশন। এছাড়া প্রথম দফায় যে ৬টি পুরসভায় ভোট করার কথা ভাবা হয়েছে, সেক্ষেত্রে ইভিএমের (EVM) কোনও অপ্রতুলতা হবে না বলেও হলফনামায় উল্লেখ করেছে রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)। 

[আরও পড়ুন: বাংলায় আরও বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা? সন্দেহভাজনের তালিকায় বিদেশফেরত ৪]

সোমবার সম্ভবত পুরনিগমগুলির ভোট অর্থাৎ ২২ জানুয়ারি নির্বাচন সংক্রান্ত বিজ্ঞপ্তি (Notification) জারি হবে। এদিন দপ্তরে সর্বদল বৈঠক ডাকা হয়েছে। বৈঠকের পর কমিশনের কর্তারা সাংবাদিক সম্মেলন করতে পারেন বলে খবর। পরবর্তী পর্যায়ে বাকি পুরসভাগুলির নির্বাচনী বিজ্ঞপ্তি জারি করবে কমিশন। তবে হাওড়া এবং বালির পুরসভার বিচ্ছেদ সংক্রান্ত বিল ‘দ্য হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন (সংশোধনী) ২০২১’ রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশনে পাশ হয়ে গেলেও সেই বিলে এখনও রাজ্যপাল স্বাক্ষর করেননি। ফলে বাকি পুরসভাগুলির নির্বাচন সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করলেও হাওড়া ও বালি পুরসভার নির্বাচনের বিষয়টি অনিশ্চিতই রয়েছে। 

[আরও পড়ুন: পুরভোটে জোট বাম-কংগ্রেসের? সিদ্ধান্ত জেলা নেতৃত্বের উপর ছাড়ল দু’দলই]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement