shono
Advertisement
Mamata Banerjee

বকেয়া ১ লক্ষ ৭৫ হাজার কোটি, রাজ্যের প্রাপ্য চাইতে দিল্লিতে মোদি-মমতা সাক্ষাৎ!

মঙ্গলবার প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর বৈঠক হতে পারে।
Published By: Paramita PaulPosted: 09:14 AM Jun 05, 2025Updated: 09:14 AM Jun 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সব ঠিকঠাক থাকলে আগামী সোমবার দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার দাবিকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সময় চেয়েছে নবান্ন। মঙ্গলবার প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর বৈঠক হতে পারে।

Advertisement

ইতিপূর্বে রাজ্যের দাবি নিয়ে একাধিকবার মমতা দিল্লি গিয়েছেন। প্রধানমন্ত্রীকেও দাবিপত্র তুলে দিয়েছেন। মোদি প্রতিশ্রুতি দিলেও কাজের কাজ কিছু হয়নি। তবু গণতান্ত্রিক রীতি মেনে আবারও রাজ্যের বিপুল বকেয়ার বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে তিনি তুলে ধরতে চান। নবান্ন সূত্রে খবর, এই মুহূর্তে নানা প্রকল্প ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণের অর্থ বাবদ রাজ্যের বকেয়া প্রায় ১ লক্ষ ৭৫ হাজার কোটি টাকা। আটকে রয়েছে একশো দিনের কাজ, বাংলার বাড়ি প্রকল্পের টাকাও। দিল্লি সফরে তৃণমূলের সাংসদদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী। একটি পার্টি অফিসেরও উদ্বোধন করার কথা। তবে মুখ্যমন্ত্রী বিস্তারিত কর্মসূচি পরে জানানো হবে।

অভিযোগ, ১০০ দিনের কাজের টাকা, আবাস যোজনার অর্থ আটকে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এই দুই প্রকল্পে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে টাকা আটকানোর দাবিতে দিল্লিতে দরবার করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে বিজেপির রাজ‌্য সভাপতি সুকান্ত মজুমদাররা। নিজের ভাঁড়ার থেকে টাকা দিয়ে প্রকল্পগুলিকে 'জীবিত' রেখেছেন মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বকেয়া অর্থ চেয়ে কেন্দ্রকে বারবার চিঠিও দিয়েছেন। কিন্তু কোনও লাভ হয়নি। কখনও দুর্নীতির অভিযোগ তুলে কখনও আবার হিসেব না দেওয়ার অজুহাতে বাংলার পাওনা থেকে বঞ্চিত করা হয়েছে। এদিনে তৃণমূল সাংসদরাও দিল্লির দরবার করেছে, তবু প্রাপ্য মেলেনি। এবার দিল্লি সফরে বিষয়টি নিয়ে সরাসরি প্রধানমন্ত্রী দ্বারস্থ হতে চলেছে রাজ্যের প্রশাসনিক প্রধান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সব ঠিকঠাক থাকলে আগামী সোমবার দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • বাংলার দাবিকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সময় চেয়েছে নবান্ন।
  • মঙ্গলবার প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর বৈঠক হতে পারে।
Advertisement