গৌতম ব্রহ্ম: ‘কন্যাশ্রী’, ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের মতোই ব্যাপক সফল ‘চোখের আলো’। গত দু’বছরে ব্যাপক সাড়া ফেলেছে এই প্রকল্পটি। শনিবার সকালে টুইটে সেকথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পের মাধ্যমে গত দু’বছর কতজন উপকৃত হয়েছেন, সেই খতিয়ানও তুলে ধরলেন তিনি।
শনিবার টুইটে তিনি লেখেন, “বাংলার মানুষের দৃষ্টি প্রতিবন্ধকতা দূরীকরণে গত ২০২১ সালে ‘চোখের আলো’ প্রকল্প চালু হয়। ১০ লক্ষ ছানি অপারেশন হয়েছে। স্কুলপড়ুয়া এবং প্রাপ্তবয়স্ক (৪৫+) মিলিয়ে প্রায় ১৫ লক্ষ মানুষ বিনামূল্যে চশমা পেয়েছেন।”
[আরও পড়ুন: ‘খোঁজখবর রাখিস, মেয়েটা একা আছে’, অনুব্রতকন্যার দিকে নজর রাখার পরামর্শ মমতার]
উল্লেখ্য, গত ২০২১ সালের ৪ জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নবান্ন থেকে ‘চোখের আলো’ প্রকল্প ঘোষণা করেন। উদ্দেশ্য একটাই, রাজ্যের সব নাগরিক যাতে চক্ষু চিকিৎসার সুযোগ পান। ছানি কাটা, চশমা দেওয়ার পাশাপাশি চোখের বিভিন্ন সমস্যা মেটাতেই ‘চোখের আলো’ প্রকল্প শুরু করেন মুখ্যমন্ত্রী। পরদিন থেকেই রাজ্যজুড়ে শিবির শুরু হয়। ‘চোখের আলো’র চোখ ধাঁধানো সাফল্যে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী।