shono
Advertisement
Mamata Banerjee

৪ বছরেই মুড়িগঙ্গার উপর সেতু, নামকরণ সেরে ফেললেন মমতা

গঙ্গাসাগর মেলায় কেন্দ্রীয় বঞ্চনা নিয়েও সরব হন মমতা।
Published By: Paramita PaulPosted: 06:14 PM Dec 17, 2024Updated: 06:30 PM Dec 17, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাগর পেরতে ভেসেলের অপেক্ষা শেষ। মুড়িগঙ্গার উপর সেতু বানাবে রাজ্য সরকার। ইতিমধ্যে ডিপিআর তৈরি হয়েছে। আগামী ৪ বছরের মধ্যে শেষ হবে কাজ। মঙ্গলবার একথা আরও একবার জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, মঙ্গলবার সেতুর নামকরণও করে দিলেন তিনি। একইসঙ্গে গঙ্গাসাগর মেলায় কেন্দ্রীয় বঞ্চনা নিয়েও সরব হন মমতা।

Advertisement

এদিন নবান্ন সভাঘরে বৈঠকে বসেন মমতা। সেখানে রাজ্যের মন্ত্রী থেকে প্রশাসনিক কর্তা, সকলেই হাজির ছিলেন। বৈঠকের শুরুতেই মুড়িগঙ্গার সেতুর কথা উল্লেখ করেন। চার লেনের সেতুটি তৈরি হতে বছর চারেক সময় লাগবে। তবে তার আগেই সেতুর নামকরণ করলেন মমতা। নাম রাখলেন, 'গঙ্গাসাগর মেলা সেতু।' এর ফলে মেলায় পৌঁছনো  সহজ হবে।

সাগর পেরিয়ে কপিল মুনি আশ্রমে পৌঁছতে হয়। যার জন্য সমস্যা পড়েন পুণ্যার্থীরা। তাঁদের কথা ভেবেই মুড়িগঙ্গার উপর সেতু বানানোর পরিকল্পনা করেছিলেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে তার ডিপিআর হয়েছে। খরচ ১৫০০ কোটি টাকা। যা পুরোটাই দেবে রাজ্য। মমতার অভিযোগ, মেলার সমস্ত খরচ বহন করে রাজ্য। কেন্দ্রের তরফে কোনও সহায়তা মেলে না।

আগত তীর্থযাত্রীদের সুবিধার জন্য রেল কর্তৃপক্ষকে বিশেষ ট্রেন চালানোর আবেদন জানিয়েছেন। ২ হাজার ২৫০টি সরকারি বাস এবং ২৫০টি বেসরকারি বাস চালানো হবে। জলপথে চলবে ৩২টি ভেসেল, ১০০টি বার্জ এবং ৯০০টি ছোট ভেসেল। প্রতিটিতে থাকবে স্যাটেলাইন ট্র্যাকিংয়ের ব্যবস্থা। পুণ্যার্থীদের সুবিধায় একক টিকিটের ব্যবস্থা করা হবে। থাকছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মুড়িগঙ্গার উপর সেতু বানাবে রাজ্য সরকার।
  • ইতিমধ্যে ডিপিআর তৈরি হয়েছে।
  • আগামী ৪ বছরের মধ্যে শেষ হবে কাজ।
Advertisement