সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তারকেশ্বর ডেভলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তাঁকে নিয়ে বিতর্ক কম হয়নি। ধর্মভিত্তিক রাজনীতির কারণেই এই নির্বাচন বলেও অনেকে অভিযোগে সরব হয়েছিলেন। এবার সে সবেরই জবাব দিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। সাফ জানালেন, তারকেশ্বর নিয়ে যাঁরা মিথ্যা রটনা করেন, সাম্প্রদায়িকতার কথা বলেন, তাঁরা মন্দির ভেঙে পড়লে এগিয়ে আসেন না। কিন্তু এটা বাংলার সংস্কৃতি নয়।
[ মধুচক্রের ফাঁদে স্বর্ণ ব্যবসায়ী, ঘনিষ্ঠ ছবি তুলে ব্ল্যাকমেলের চেষ্টা ]
খিদিরপুরের ঐতিহ্যবাহী ভূকৈলাস মন্দিরের সংস্কারের উদ্যোগ নেন তিনি। তাঁর উদ্যোগেই সোমবার বহু শিব অনুগামী মন্দিরের শিবলিঙ্গে জল ঢালেন। যাঁরা তারকেশ্বর পর্যন্ত যেতে পারছেন না, সেই ভক্তদের জন্যই এই ব্যবস্থা করে দেন মন্ত্রী।
মন্দিরের সংস্কার প্রসঙ্গে বলতে গিয়েই এদিন মন্ত্রী বলেন, তারকেশ্বর নিয়ে অনেকেই মিথ্যা রটনা করেন। সাম্প্রদায়িকতার প্রসঙ্গ তোলেন। কিন্তু একটা মন্দির ভেঙে পড়লে কেউ সেদিকে নজর দেন না। ফেসবুকে সাম্প্রদায়িক উত্তেজনা বাড়ানোর জন্য অনেকেই অনেক কিছু করেন। কিন্তু এটা বাংলার সংস্কৃতি নয়। সব ধর্মের মানুষ একসঙ্গে থাকবেন, সকলে সকলের দিকে নজর দেবেন এটাই বাংলার কৃষ্টি, জানান মন্ত্রী।
The post ‘তারকেশ্বর নিয়ে মিথ্যে রটনাকারীরা মন্দির ভেঙে পড়লে এগিয়ে আসেন না’ appeared first on Sangbad Pratidin.
