নিরুফা খাতুন: চলতি মরশুমে যেন ধরা দিয়েও দিচ্ছে না শীত। বড়দিন, বর্ষবরণ এমনকী সংক্রান্তিও কেটেছে উষ্ণ! প্রবাদ আছে, 'মাঘের শীত, বাঘের গায়ে'। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে এবার এই প্রবাদও মিথ্যে হতে চলেছে। ফের পশ্চিমী ঝঞ্ঝা বাধা হবে উত্তুরে হাওয়ায়। যার জেরে বাড়বে তাপমাত্রা। জানা যাচ্ছে, জাঁকিয়ে শীতের আর সম্ভাবনাই নেই।
হাওয়া অফিস সূত্রে খবর, নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে শনিবার। যার জেরে বাধা পাবে উত্তুরে হাওয়া। ফলে তাপমাত্রার খুব একটা পতনের সম্ভাবনা নেই। আগামী চার-পাঁচদিন একইরকম থাকবে আবহাওয়া। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। বেশি কুয়াশার সম্ভাবনা বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায়। কলকাতা-সহ বাকি জেলাতেও সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা। সপ্তাহের শেষে শীতের আমেজ একটু বাড়লেও বাড়তে পারে। তবে আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনাও নেই।
উত্তরবঙ্গেও ঘন কুয়াশার সতর্কবার্তা। ঘন কুয়াশায় দৃশ্যমানতা নামবে ৫০ মিটারের কাছাকাছি। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর জেলায় ঘন কুয়াশার দাপট। বেশিরভাগ জেলাতেই দৃশ্যমানতা ২০০ মিটারে নিচে থাকবে। এদিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা উত্তর-পশ্চিমের সমতলে। বজবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হবে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডিগড়, দিল্লি এবং উত্তরপ্রদেশে। আগামিকাল কেরল ও মাহেতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা জম্মু-কাশ্মীর লাদাখ, মোজাফফরাবাদ এবং হিমাচল প্রদেশে।