shono
Advertisement

Breaking News

HS Result 2025

উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ, সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছেন রূপায়ণ পাল। তাঁর প্রাপ্ত শতাংশ নম্বর ৯৯.৪ শতাংশ।
Published By: Subhankar PatraPosted: 12:59 PM May 07, 2025Updated: 03:54 PM May 07, 2025

পরীক্ষা শেষের দেড় মাসের মাথায় আজ, ৭ মে উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ (WBCHSE HS Result 2025)। সাড়ে ১২টায় বিদ্যাসাগর ভবনে সাংবাদিক সম্মেলন করে ফল ঘোষণা করেছেন সংসদ সভাপতি। দুপুর দু’টো থেকে ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পাবে পরীক্ষার্থীরা। ফলাফল সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি তথ্য দেখে নিন সংবাদ প্রতিদিন ডিজিটাল-এর লাইভে।

Advertisement

দুপুর ১.২০: প্রকাশিত উচ্চ মাধ্যমিকের ফলাফল (HS Result 2025)। সফল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়েছে এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দুপুর ১, ১১: এবারের উচ্চমাধ্যমিকের মেধা তালিকায় ৭২ জন রয়েছেন। তার মধ্যে সবথেকে বেশি জন রয়েছেন হুগলি থেকে। সংখ্যাটা  ১৪ জন। দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। এই জেলা থেকে ৭ জন পরীক্ষার্থী মেধা তালিকায় স্থান দখল করেছে। তৃতীয় স্থানে রয়েছে পূর্ব বর্ধমান জেলা। এই জেলার ৭জন মেধা তালিকায় রয়েছেন।  কলকাতা থেকে ৪ জন পড়ুয়া মেধা তালিকায় স্থান পেয়েছেন। সেই অনুয়ায়ী ৯ নবম স্থানে রয়েছে কলকাতা।

দুপুর ১.১০: উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় প্রথম দশে স্থান পেয়েছেন ৭২ জন। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্থানে রয়েছেন একজন করে। পঞ্চম স্থানে রয়েছেন ৬ জন। 

দুপুর ১.০৬: উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছেন বর্ধমানের রূপায়ণ পাল। তিনি বর্ধমান সিএমএস স্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত শতাংশ নম্বর ৯৯.৪ শতাংশ। ৪৯৭ পেয়েছেন তিনি। দ্বিতীয় হয়েছেন তুষার দেবনাথ। তিনি কোচবিহারের বক্সিরহাট স্কুলের পড়ুয়া। প্রাপ্ত নম্বর ৪৯৬। পেয়েছেন ৯৯.২ শতাংশ। তৃতীয় হয়েছেন রাজর্ষি অধিকারী। প্রাপ্ত নম্বর ৪৯৫। যা ৯৯ শতাংশ। চতুর্থ  হয়েছেন শ্রীজিতা ঘোষাল। তিনি সোনামুখী বালিকা বিদ্যালয়ের ছাত্রী। প্রাপ্ত নম্বর ৪৯৪।  যা ৯৮.৮ শতাংশ। পঞ্চম হয়েছেন পশ্চিম মেদিনীপুরে রিরেশ ঘোষ। তিনি রামকৃষ্ণ মিশন বিদ্যাভবনের ছাত্র। তিনি যুগ্মভাবে পঞ্চম হয়েছেন। পঞ্চম স্থানে  রয়েছেন ৬ জন।

প্রথম রূপায়ণ পাল। নিজস্ব চিত্র

দুপুর ১.০২: এবারে বিজ্ঞান বিভাগে মোট ৮২,০২২ জন পরীক্ষা দিয়েছিলেন। তাঁদের মধ্যে ৮১,৫৮৩ জন পাশ করেছেন। বাণিজ্য বিভাগে পরীক্ষা দিয়েছিলেন ৩০,৮৮৭ জন। পাশ করেছেন ৩০,১২০ জন। কলা বিভাগে মোট পরীক্ষার্থী ছিলেন ৩, ৬১, ০১০ জন। পাশ করেছেন ৩, ১৮,৫৮৩ জন। 

দুপুর ১টা: এবারে পরীক্ষায় বসেছিলেন মোট ৪ লক্ষ, ৭৩ হাজার, ৯১৯ জন। পাস করেছেন ৪ লক্ষ, ৩০ হাজার, ২৮৬ জন। তার মধ্যে ছাত্রীর সংখ্যা ২ লক্ষ ২৫ হাজার, ৭৭৫ জন। ছাত্রের সংখ্যা ২ লক্ষ, ০৪ হাজার, ৫১১ জন। মোট পাসের হারের ৯০.৭৯ শতাংশ। মেয়েদের পাশের হার ৮৮.৮৮ শতাংশ। ছেলের পাশের হার ৯৩ শতাংশ।

দুপুর ১২.৫৪: এবছর জেলার ছাত্রছাত্রীদের জয়জয়কার। পাশের নিরিখে প্রথমে পূর্ব মেদিনীপুর। পাশের হার ৯৫.৭৪ শতাংশ। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। এই জেলায় পাশে হার ৯৩.৫৩ শতাংশ। তৃতীয় স্থানে রয়েছে কলকাতা। পাশের হার ৯৩. ৪৩ শতাংশ। চতুর্থ স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। এই জেলায় পাশের হার ৯৩.২১ শতাংশ। পঞ্চম স্থানে রয়েছে পশ্চিম মেদিনীপুর। পাসের হার ৯২. ৯৫ শতাংশ।  

দুপুর ১২.৫১: ২টো থেকে রেজাল্ট (WBCHSE HS Result 2025) দেখতে পাবেন ছাত্রছাত্রীরা। মার্কশিটে থাকছে কিউআর কোড। তা স্ক্যান করলে পড়ুয়াদের স্কুল, প্রাপ্ত নম্বর-সহ একাধিক তথ্য পাওয়া যাবে। আজ, বুধবার থেকেই মধ্যরাত থেকেই শুরু রিভিউ ও স্কুটিনি। অনলাইন আবেদন করতে হবে।

দুপুর ১২.৪৭: পরীক্ষা শেষে ৫০ দিনের মাথায় উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ। সাংবাদিক বৈঠক শুরু করলেন উচ্চ মাধ্য়মিক শিক্ষা সংসদ সভাপতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ জানিয়ে শুরু বৈঠক। কাউন্সিলের পাশে শিক্ষক-শিক্ষককর্মীদের থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন সভাপতি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement