shono
Advertisement
WBJEE

আগামী বছর জয়েন্ট কবে? দিন ঘোষণা পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের

কবে থেকে পরীক্ষার্থীরা আবেদন জানাবেন, আবেদনের শেষ তারিখ কবে - এই সমস্ত তথ্য মিলবে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে।
Published By: Sucheta SenguptaPosted: 04:12 PM Dec 13, 2024Updated: 04:15 PM Dec 13, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী বছর পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিন ঘোষণা করল বোর্ড। শুক্রবার জয়েন্ট বোর্ডের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে দিনক্ষণ। ২০২৫ সালের ২৭ এপ্রিল, রবিবার হবে পরীক্ষা। দ্বাদশ শ্রেণির পর ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি ও আর্কিটেকচার - তিন কোর্সে ভর্তির জন্য নেওয়া হয় এই প্রবেশিকা পরীক্ষা। পরীক্ষার্থীদের আবেদন করতে হবে জয়েন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট - www.wbjeeb.nic.in অথবা www.wbjeeb.in-এ।

Advertisement

দ্বাদশ শ্রেণির পর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং, কৃষি, ফার্মেসি, আর্কিটেকচার-সহ একাধিক শাখায় চার বছরের কোর্সে ভর্তি হতে পারেন ছাত্রছাত্রীরা। প্রতি বছর এই পরীক্ষার পর মেধাতালিকা ও কাউন্সেলিংয়ের ভিত্তিতে বিভিন্ন কলেজে নানা শাখায় ভর্তি করা হয় পড়ুয়াদের। ২০২৫ সালে এই পরীক্ষা হবে আগামী ২৭ এপ্রিল, রবিবার। শুক্রবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। তবে কবে থেকে পরীক্ষার্থীরা আবেদন জানাবেন, আবেদনের শেষ তারিখ কবে - এই সমস্ত তথ্য মিলবে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে।

সাধারণত উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হওয়া থেকে ফলপ্রকাশের মধ্যবর্তী সময় প্রবেশিকা পরীক্ষা নিয়ে থাকে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এই সময়ের মধ্যে অবশ্য ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিংয়ের জন্য সর্বভারতীয় স্তরের প্রবেশিকা পরীক্ষাও থাকে। একই দিনে যাতে দুটি পরীক্ষা না পড়ে, পরীক্ষার্থীদের সুবিধার কথা ভেবে পশ্চিমবঙ্গ জয়েন্ট বোর্ড দিনটি স্থির করে থাকে। বোর্ডের তরফে জানানো হয়েছে, আপাতত দিন ঘোষণা করা হল। বাকি তথ্য সময়মতো ওয়েবসাইটে আপলোড করা হবে। পরীক্ষার্থীদের ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আগামী বছর পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা কবে? দিনঘোষণা বোর্ডের।
  • ২০২৫ সালের ২৭ এপ্রিল হবে পরীক্ষা।
  • আবেদন জানানোর সময়, কীভাবে তা জানানো হবে, সব তথ্য মিলবে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে।
Advertisement