ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: সোমবার থেকে শুরু হয়েছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন (Budget Session)। তবে রাজ্যপালের ভাষণ ছাড়াই তা শুরু হল। ৮ তারিখ রাজ্য বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ৯ ও ১০ তারিখ বাজেটের উপর আলোচনা। এই অধিবেশনের সূচিতে কোথাও রাজ্যপালের (WB Governor) ভাষণের কথা উল্লেখ নেই। ফলে বিষয়টি নিয়ে ইতিমধ্যে জলঘোলা শুরু হয়েছে। একাংশের দাবি, রাজভবন-নবান্ন সংঘাতের জেরে এমনটা হল। তবে রাজ্য সরকারের দাবি, এই অধিবেশন গতবারেরই বর্ধিত অধিবেশন, নতুন নয়। তাই আইন সংগতভাবেই সব হচ্ছে।
এদিন বাজেট অধিবেশনের সূচনার পর শোকপ্রস্তাব পাঠের পর মুলতুবি হয়ে যায়। মঙ্গল ও বুধবার কয়েকটি বিল পেশ হওয়ার কথা। তার পর বৃহস্পতিবার রাজ্য বাজেট পেশ। মোট ৬ দিনের অধিবেশনে রাজ্যপালের ভাষণের কোনও সূচি নেই। এনিয়ে একাংশের দাবি, নতুন অর্থবর্ষে বাজেট পেশের জন্য রাজভবনের অনুমোদন দরকার। তা নইলে বিগত অর্থবর্ষের বাজেট বলেই তা ধরা হয়। যদিও রাজ্য সরকারের দাবি, যেহেতু আগের অধিবেশনের সমাপ্তি ঘোষণা হয়নি, তাই এটি নতুন অধিবেশন নয়। গতবারেরই বর্ধিত অধিবেশন। তাই রাজ্যপালের ভাষণ নিষ্প্রয়োজন। এনিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করা হলে তিনি সাফ জানান, এ বিষয়ে যা বলার, তিনি অধিবেশনেই বলবেন।
[আরও পড়ুন: বাজেট অধিবেশন শুরুর দিনই অশান্তি, বিধানসভার সামনে বিক্ষোভ SLST প্রার্থীদের]
এদিকে আজ থেকেই বিধানসভার নিরাপত্তা (Security) কয়েকগুণ বাড়ানো হয়েছে। মন্ত্রী, বিধায়কদের নিজেদের পরিচয়পত্র দেখিয়ে বিধানসভায় প্রবেশ করতে হবে। ১৬ দফা নির্দেশিকা দেওয়া হয়েছে সবাইকে। বিধানসভার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, মুখ্যমন্ত্রী, রাজ্য মন্ত্রিসভার সদস্য, শাসকদলের মুখ্য সচেতক, উপমুখ্য সচেতক এবং রাজ্য সরকারের সচিবরা প্রবেশ করবেন ৬ নম্বর গেট দিয়ে ঢুকবেন। অতিথিরা অনুমতিপত্র দেখিয়ে ১ নম্বর গেট দিয়ে প্রবেশ করবেন। ২ নম্বর গেট দিয়ে প্রবেশ করবেন বিরোধী দলনেতা, বিরোধী দলের মুখ্য সচেতক, বিরোধী দলের বিধায়ক এবং সাংবাদিকরা। প্রবেশের ক্ষেত্রে প্রথমেই একটি বুম বেরিয়ার।
[আরও পড়ুন: পুনমের সঙ্গে কীভাবে আলাপ? মডেলের মৃত্যু বিভ্রাটের মাঝে ফোনে অতিষ্ঠ বালুরঘাটের যুবক]
আলাদা করে সকলের দেহ তল্লাশি করা হচ্ছে ভিজিটর গেটে। ভিজিটরদের জন্য নিয়ম আরও কড়াকড়ি। ভিজিটরদের প্রত্যেকের প্রবেশের সময় বেঁধে দেওয়া হচ্ছে। দু ঘণ্টার জন্য প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। দুঘন্টার বেশি বিধানসভা চত্বরে থাকলে পুলিশি পদক্ষেপের মুখোমুখি হতে হতে পারে তাঁদের। মূল অধিবেশন কক্ষে মোবাইল ফোন, ট্রানজিস্টর বা কোনওরকম ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।