shono
Advertisement

Breaking News

MNREGA

১০০ দিনের কাজে 'সুপ্রিম' জয়ের পর মামলার দ্রুত নিষ্পত্তি চেয়ে হাই কোর্টে রাজ্য সরকার

মঙ্গলবার মামলাগুলির দ্রুত শুনানির আবেদন জানানো হল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চে।
Published By: Sucheta SenguptaPosted: 12:42 PM Oct 28, 2025Updated: 01:15 PM Oct 28, 2025

গোবিন্দ রায়: ১০০ দিনের কাজ চালু নিয়ে সোমবার সুপ্রিম কোর্টে বড় জয় হয়েছে রাজ্যের। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, ওই প্রকল্পে বকেয়া টাকা দিতেই হবে কেন্দ্রকে এবং একইসঙ্গে দরিদ্র মানুষের আর্থিক অবস্থা সচল রাখতে কাজও দিতে হবে। এই রায়ের পর আবার ৩ বছরের বেশি সময় ধরে বন্ধ থাকা MNREGA প্রকল্প চালু হওয়ার মুখে। কিন্তু তাতে সামান্য বাধা হয়ে দাঁড়িয়েছে ১০০ দিনের কাজ সংক্রান্ত বেশ কয়েকটি মামলা, যা এখনও কলকাতা হাই কোর্টে বিচারাধীন। মঙ্গলবার তাই সেসব মামলার দ্রুত নিষ্পত্তি চেয়ে আবেদন জানাল রাজ্য সরকার। দ্রুত শুনানির জন্য ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। আগামী ৭ নভেম্বর শুনানির সম্ভাবনা।

Advertisement

দরিদ্র মানুষের রোজগারের ধারা বজায় রাখতে ১০০ দিনের কাজের বকেয়া আদায়ের জন্য সর্বপ্রথম লড়াই শুরু করেছিল বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। লাগাতার কেন্দ্রীয় 'বঞ্চনা'র প্রতিবাদে ২০২৩ সালের অক্টোবরে দিল্লির কৃষি ভবন অভিযান করেন তৃণমূল সাংসদরা। নেতৃত্বে ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁদের এই প্রতিবাদে শামিল হন রাজ্যের ১০০ দিনের কাজ করেও টাকা না পাওয়া শ্রমিক, কৃষকরা। ওইদিন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী সঙ্গে দেখা করার কথা ছিল তাঁদের। কিন্তু মন্ত্রীর বদলে প্রতিমন্ত্রী সাক্ষাৎ করে কথা বলবেন বলে জানানো হয়। তবে দিল্লির কৃষি ভবনে ওইদিন নজিরবিহীন 'অত্যাচার' হয় তাঁদের উপর। সাংসদদের টেনেহিঁচড়ে বের করে দেয় দিল্লি পুলিশ। সেদিনই তৃণমূল প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল, এই লড়াইয়ের শেষ দেখে ছাড়বে।

অবশেষে সোমবার 'সুপ্রিম' রায়ে তাদের বড় জয় হয়েছে। তবে সেদিন কেন্দ্রীয় মন্ত্রীর দুর্ব্যবহারের কথা ভোলেননি কেউ। মঙ্গলবার সকালে তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার, বনমন্ত্রী বীরবাহা হাঁসদা ও সাংসদ প্রতিমা মণ্ডল - প্রত্যেকের স্মৃতিতে উঠে এল সেদিনের কথা, তাঁরা ফের মুখর হলেন প্রতিবাদে। ১০০ দিনের কাজে বাংলার গরিব মানুষকে বঞ্চিত করার 'ষড়যন্ত্র' চলেছে বলে ফের অভিযোগ তুললেন। বীরবাহা হাঁসদা, প্রতিমা মণ্ডলরা বললেন, ''২০২৬ সালের ভোটে বিজেপিকে এর জবাব মানুষ দেবে।'' সেইসঙ্গে জানালেন, এখনও ১০০ দিনের কাজ নিয়ে বেশ কিছু মামলা হাই কোর্টে বিচারাধীন। তার দ্রুত নিষ্পত্তি হলে কাজ গতি পাবে। তাই রাজ্য সরকারের তরফে সেই আবেদন জানানো হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ১০০ দিনের কাজ নিয়ে হাই কোর্টে বিচারাধীন মামলার দ্রুত নিষ্পত্তির আবেদন।
  • ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চে আবেদন জানাল রাজ্য সরকার, ৭ নভেম্বর শুনানি।
Advertisement