দু'দিনের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi West Bengal Visit)। ভোটমুখী বাংলায় উপহারের ডালি নিয়ে হাজির হবেন প্রধানমন্ত্রী। ১৭ তারিখ মালদহ ও ১৮ তারিখ হুগলির সিঙ্গুরে একাধিক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মোদি। তার মধ্যে রয়েছে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন ও বলাগড়ে বন্দর গেট সিস্টেমের ভিত্তিপ্রস্তর। সব মিলিয়ে ৪ হাজার কোটি টাকার বেশি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
আগামীকাল হাই ভোল্টেজ শনিবার। উত্তরবঙ্গে থাকবেন দেশ ও রাজ্যের প্রশাসনিক প্রধান। শিলিগুড়িতে কলকাতা হাই কোর্টের সার্কিট বেঞ্চের নয়া ভবন উদ্বোধনে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল মালদহে একগুচ্ছ কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও। প্রধানমন্ত্রী দপ্তর সূত্রে জানা গিয়েছে, ১২টা ৪৫ মিনিট নাগাদ মালদহ স্টেশনে দেশের প্রথম হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করবেন তিনি।
দুপুর ১টা ৪৫ মিনিট নাগাদ প্রধানমন্ত্রী মালদহের সরকারি অনুষ্ঠান থেকে ৩,২৫০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক রেল ও সড়ক অবকাঠামো প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। তার মধ্যে রয়েছে বালুরঘাট ও হিলির মধ্যে নতুন রেল লাইন, শিলিগুড়ি লোকো শেডের উন্নয়ন ও জলপাইগুড়ির বন্দে ভারত ট্রেন রক্ষণাবেক্ষণ কেন্দ্রের আধুনিকীকরণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন। এছাড়াও কোচবিহার-বামনহাট, নতুন কোচবিহার-বক্সিরহাটের মধ্যে ইলেকট্রিক লাইনের উদ্বোধনও করবেন মোদি। তাছাড়াও ৪টি নতুন বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
রবিবার ১৮ তারিখ প্রধানমন্ত্রীর সরকারি সভা রয়েছে হুগলির সিঙ্গুরে। সেখান থেকে ৮৩০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বালাগড়ে বর্ধিত বন্দর গেট সিস্টেমের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই প্রকল্পের মধ্যে রয়েছে রোড ওভার ব্রিজও। পাশাপাশি জয়রামবাটি-বড়গোপীনাথপুর-ময়নাপুর নতুন রেল লাইনেরও উদ্বোধন হবে তাঁর হাত ধরে। এই লাইনটি তারকেশ্বর-বিষ্ণুপুর নতুন রেল লাইন প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ। নতুন রেল লাইনের পাশাপাশি, ময়নাপুর ও জয়রামবাটির মধ্যে একটি নতুন ট্রেন পরিষেবারও উদ্বোধন করা হবে। যার একটি স্টপ বাড়গোপীনাথপুরে থাকবে। ফলে বাঁকুড়াবাসী সরাসরি রেল সংযোগ পাবে। এছাড়াও একাধিক নতুন ট্রেন-সহ কয়েকটি প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদি।
