নিরুফা খাতুন: চাকরির ইন্টারভিউ দিতে আসার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে তরুণী। সাতসকালে মা উড়ালপুলে দুর্ঘটনায় হেলমেট খুলে বাইক থেকে ছিটকে পড়লেন ডোমজুড়ের ওই চাকরিপ্রার্থী।জানা যাচ্ছে, সোমবার সকালে ডোমজুড় থেকে ওই তরুণী সল্টলেকের এক তথ্যপ্রযুক্তি কেন্দ্রে চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছিলেন। দ্রুত পৌঁছতে একটি অ্যাপ বাইক নেন তিনি। বাইকটি মা উড়ালপুলে ওঠার পর আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা দেয়। তাতে বাইকের সামনে অংশ দুমড়ে-মুচড়ে যায়। হেলমেট খুলে ছিটকে পড়েন ওই তরুণী। গুরুতর জখম অবস্থায় তাঁকে নিকটবর্তী বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বাইক চালক এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন বলে খবর। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

মা উড়ালপুলে দুর্ঘটনা নতুন নয় একেবারেই। মাঝেমধ্যেই এখানে দুর্ঘটনা, প্রাণহানি ঘটে থাকে।বারবার সতর্ক করা সত্ত্বেও গাড়িগুলির অতিরিক্ত গতিতে দুর্ঘটনা ঘটে। সোমবার বাইক দুর্ঘটনা গতির কারণেই কিনা, তা এখনও জানা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীদের একাংশ জানাচ্ছেন, অ্যাপ বাইকটির সঙ্গে একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষের ফলে তা নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা দেয়। এরপরই বাইকের পিছনে বসে থাকা তরুণীর হেলমেট খুলে তিনি নিচে পড়ে যান। গুরুতর আহত হন বাইক চালকও।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় প্রগতি ময়দান থানার পুলিশ। প্রথমে গুরুতর আহত তরুণীকে দ্রুত নিয়ে যাওয়া হয় নিকটবর্তী নামী এক বেসরকারি হাসপাতালে। ডোমজুড়ে তাঁর পরিবারকে খবর দেওয়া হয়। ভেঙেচুরে যাওয়া বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। কীভাবে দুর্ঘটনা ঘটল, মা উড়ালপুলের সিসিটিভি ফুটেজ দেখে এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান নিয়ে তার তদন্তে নেমেছে পুলিশ। সাতসকালে এই দুর্ঘটনার জেরে মা উড়ালপুলে সাময়িক যানজট তৈরি হয়েছিল।