shono
Advertisement
International Women's Day

নারী ক্ষমতায়নে 'এগিয়ে বাংলা', মমতাকে ধন্যবাদ জানাতে নারী দিবসে বিশেষ কর্মসূচি মহিলা তৃণমূলের

ছাব্বিশের আগে নতুন স্লোগান, পোস্টারে নারী দিবস পালনের পথে শাসকদলের মহিলা সংগঠন।
Published By: Sucheta SenguptaPosted: 08:23 PM Mar 06, 2025Updated: 08:32 PM Mar 06, 2025

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: গোটা দেশে নারীর ক্ষমতায়নে 'এগিয়ে' বাংলা। রাজ্যের ক্ষমতায় নারীশক্তি থেকে শুরু করে সংসদে রেকর্ড সংখ্যক মহিলা জনপ্রতিনিধির উপস্থিতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই উন্নয়ন নিঃসন্দেহে প্রশংসনীয়। চব্বিশের লোকসভা ভোটে রাজ্যের শাসকদলের দারুণ সাফল্যের পর তৃণমূলের নজরে এবার ছাব্বিশের বিধানসভা নির্বাচন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে চতুর্থবার মুখ্যমন্ত্রী হওয়ার হাতছানি। সেই লক্ষ্যে এখন থেকেই ময়দানে নেমেছে ঘাসফুল শিবির। আগামী ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে পথে নেমে তার একদফা প্রস্তুতি ঝালিয়ে নিতে তৎপর মহিলা তৃণমূল। দেশের এক মহিলা মুখ্যমন্ত্রীকে কুর্নিশ জানিয়ে ওইদিন বিশেষ কর্মসূচিতে নামছেন তাঁরা। শনিবার বিকেলে শহরে মিছিল হবে। শুধু কলকাতাতেই নয়, একই সময় রাজ্যের বিভিন্ন প্রান্তে একই কর্মসূচি পালন করবেন দলের মহিলা প্রতিনিধিরা। তৈরি হবে নতুন স্লোগান, পোস্টার।

Advertisement

তৃণমূল সূত্রে খবর, ৮ মার্চ শনিবার দুপুর তিনটে নাগাদ রবীন্দ্রসদনে জমায়েত করবে মহিলা তৃণমূল। বিকেল চারটেয় মিছিল শুরু হবে। রবীন্দ্রসদন থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল হবে। তবে এখন রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে। তাই মাইকে স্লোগান বা ভাষণ নয়, শুধুমাত্র পোস্টার, হোর্ডিং নিয়ে পদযাত্রা করবেন চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা-সহ দলের মহিলা বিধায়ক, সাংসদরা। রাজ্যজুড়ে সমস্ত জেলায় একইভাবে একই সময়ে একই স্লোগান, পোস্টার লিখে মিছিল হবে। স্লোগানের বয়ানও ঠিক করে দেবে দল।

প্রতি বছরই আন্তর্জাতিক নারী দিবসে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে কোনও না কোনও কর্মসূচি পালন করে থাকে দলের মহিলা সংগঠন। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। নারী উন্নয়ন, নারী ক্ষমতায়নের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তৈরি হবে নতুন স্লোগান, পোস্টার। শনিবার বিকেলে ঘণ্টাখানেক রাজ্যজুড়ে পথে থাকবে তৃণমূল। রাজনৈতিক বৃত্তে নারীর শক্তিবৃদ্ধির আরও এক ছবি দেখবেন রাজ্যবাসী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আন্তর্জাতিক নারী দিবসে বিশেষ কর্মসূচি মহিলা তৃণমূলের।
  • নয়া স্লোগান, পোস্টার নিয়ে শনিবার বিকেলে রবীন্দ্রসদন থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল।
  • উচ্চ মাধ্যমিক চলছে বলে মাইক ব্যবহার নয়।
Advertisement