shono
Advertisement

ফের বর্ষবরণের উৎসবে মাতছে কলকাতা

প্রতিবারের মতো এবারও চিনা নববর্ষের উৎসবে গা ভাসিয়েছে শহরের এই অংশ৷ The post ফের বর্ষবরণের উৎসবে মাতছে কলকাতা appeared first on Sangbad Pratidin.
Posted: 02:08 PM Jan 28, 2017Updated: 08:38 AM Jan 28, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বর্ষবরণের উৎসবে মাততে চলেছে শহর কলকাতা৷ নতুন বছরকে স্বাগত জানাতে আলোয় সেজে উঠেছে তিলোত্তমা৷ ভাবছেন, সেসব পর্ব তো অনেক দিন আগেই চুকে গিয়েছে৷ জানুয়ারি মাসের ২৮ তারিখ হলটা কী? আসলে চিনা ক্যালেন্ডারে শনিবারই নতুন বছরের সূচনা হচ্ছে৷ আর নববর্ষকে বরণ করে নিতে প্রস্তুত কলকাতার বুকে অবস্থিত এক টুকরো চিন৷ মানে চায়না টাউন৷

Advertisement

(২০০০ টাকার নোট ফটোকপি করে পুলিশে জালে দুই ব্যক্তি)

চিনে আজ ধুমধাম করে নতুন বছরকে স্বাগত জানানো হচ্ছে৷ ১০৮ বার বেজেছে বেজিংয়ের সেন্ট্রাল টাওয়ারের বেল৷ আতসবাজিতে রঙিন হয়ে উঠছে দেশের আকাশ৷ তবে পিছিয়ে নেই কলকাতার চায়না টাউন এলাকাও৷ বড়দিন হোক বা ইদ, দুর্গা পুজো হোক বা গুরুনানক জয়ন্তী, জাতি-ধর্ম নির্বিশেষে প্রতিটি উৎসবে মেতে ওঠে এই শহর৷ আর এখানেই কলকাতার কসমোপলিটন কালচারের স্বার্থকতা৷ নিজেদের মতো করে তাই চিনা নববর্ষকেও স্বাগত জানাচ্ছে শহরবাসী৷ রংবেরঙের ড্রাগনে সাজানো হয়েছে ট্যাংরার চিনে পাড়াকে৷ নানা ডিজাইনের রঙিন আলোয় আলোকিত হয়েছে গোটা এলাকা৷ চায়না টাউনের রেস্তরাঁগুলিকেও সুন্দরভাবে সাজানো হয়েছে৷ খাবারের মেনুতে থাকছে নিউ ইয়ার স্পেশাল আইটেম৷ সব মিলিয়ে প্রতিবারের মতো এবারও চিনা নববর্ষের উৎসবে গা ভাসিয়েছে শহরের এই অংশ৷

(তুষারধস থেকে দুই অন্তঃসত্বাকে রক্ষা করল কাশ্মীর পুলিশ)

The post ফের বর্ষবরণের উৎসবে মাতছে কলকাতা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement