shono
Advertisement

Breaking News

সুনীল গঙ্গোপাধ্যায়কে বিশেষ সম্মান, সাহিত্যিকের নামে নামকরণ হচ্ছে কলকাতার এই রাস্তার

স্বামীকে এমন সম্মান দেওয়ায় খুশি স্ত্রী স্বাতী গঙ্গোপাধ্যায়ও৷ The post সুনীল গঙ্গোপাধ্যায়কে বিশেষ সম্মান, সাহিত্যিকের নামে নামকরণ হচ্ছে কলকাতার এই রাস্তার appeared first on Sangbad Pratidin.
Posted: 02:56 PM Jul 31, 2019Updated: 01:59 PM Aug 01, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বদলে যাচ্ছে বালিগঞ্জ এলাকার ম্যান্ডেভিলা গার্ডেন্সের নাম৷ প্রয়াত প্রবাদপ্রতীম সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের নামে নামাঙ্কিত হতে চলেছে কলকাতার এই পরিচিত রাস্তা৷

Advertisement

[আরও পড়ুন: আন্তর্জাতিক পাচারচক্রের পর্দাফাঁস, পার্ক সার্কাস থেকে বাঘ-হাতির দাঁত-সহ গ্রেপ্তার দম্পতি]

এই রাস্তার পারিজাত অ্যাপার্টমেন্টের ন’তলাতেই ছিল কবির ঠিকানা৷ বালিগঞ্জের এই ফ্ল্যাট অনেক কালজয়ী সৃষ্টির নীরব সাক্ষী থেকেছে৷ ১৯৭৭ সাল থেকে এখানেই থাকতেন সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়৷ এই ফ্ল্যাটের চার দেওয়ালের মধ্যেই জন্ম নিয়েছিল নীললোহিত, কাকাবাবু, নীরা’র মতো রত্ন৷ সাহিত্যিককে শ্রদ্ধা জানাতেই এবার ফ্ল্যাট সংলগ্ন রাস্তা ম্যান্ডেভিলা গার্ডেন্সের নাম পরিবর্তন হয়ে রাখা হচ্ছে নীরার শ্রষ্ঠার নামে৷ মঙ্গলবার কলকাতা পুরসভায় এই মর্মে একটি প্রস্তাব পাশ হয়েছে৷ যেখানে বলা হয়েছে, রাস্তাটির নাম বদলে হবে ‘কথা সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় সরণি’৷ কলকাতা পুরসভার মেয়র পারিষদ রতন দে বলেন, “নাম সংক্রান্ত প্রস্তাবটি পাশ হয়েছে৷ এই রাস্তার নাম বিখ্যাত সাহিত্যিকের নামে করতে পারায় আমরা গর্বিত৷” স্বামীকে এমন সম্মান দেওয়ায় খুশি স্ত্রী স্বাতী গঙ্গোপাধ্যায়ও৷ বলছেন, “এখানেই বেশিরভাগ উপন্যাসগুলো লিখেছিল ও৷ কলকাতা পুরসভা এমন সম্মান দেওয়ার কথা ভেবেছে বলে ভালই লাগছে৷” রাস্তার নামের মধ্য দিয়েই সাহিত্যিককে মনে রাখবেন শহরবাসী৷

প্রসঙ্গত, মঙ্গলবার কলকাতা পুরসভায় আরও দুটি রাস্তা বদলের প্রস্তাব পাশ হয়েছে৷ কুলিয়া ট্যাংরা ফার্স্ট লেনের নাম বদলে হয়েছে কাকাসাহেব যোগেশচন্দ্র মণ্ডল সরণি৷ আজাদ হিন্দ বাগের পরিবর্তিত নাম হচ্ছে আজাদ হিন্দ ফৌজ বাগ৷

[আরও পড়ুন: ‘বর্ণপরিচয়’-এর জনককে হিন্দিতে শ্রদ্ধাজ্ঞাপন!বিদ্যাসাগরের মৃত্যুদিবসে বিতর্কে ডিএসও]

The post সুনীল গঙ্গোপাধ্যায়কে বিশেষ সম্মান, সাহিত্যিকের নামে নামকরণ হচ্ছে কলকাতার এই রাস্তার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement