shono
Advertisement

সব্যসাচী পর্বে ইতি, বিধাননগরের মেয়র পদে শপথ নিলেন কৃষ্ণা চক্রবর্তী

কৃষ্ণার বদলে নয়া চেয়ারপার্সন হলেন অনীতা মণ্ডল৷ The post সব্যসাচী পর্বে ইতি, বিধাননগরের মেয়র পদে শপথ নিলেন কৃষ্ণা চক্রবর্তী appeared first on Sangbad Pratidin.
Posted: 04:26 PM Aug 10, 2019Updated: 04:26 PM Aug 10, 2019

কলহার মুখোপাধ্যায়, বিধাননগর: সব্যসাচী অধ্যায়ের অবসান৷ দীর্ঘ টালবাহানার পর অবশেষে বিধাননগরের মেয়র পদে শপথ নিলেন পুরনিগমের চেয়ারপার্সন কৃষ্ণা চক্রবর্তী৷ ডেপুটি মেয়র পদেই থাকলেন তাপস চট্টোপাধ্যায়৷ অভিজ্ঞতার উপর ভরসা রেখে দলের পুরনো যোদ্ধা অনীতা মণ্ডলকে চেয়ারপার্সন পদে বসালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

Advertisement

[ আরও পড়ুন: ব্যস্ত সময়ে ফের মেট্রোয় আত্মহত্যা, ব্যাহত পরিষেবা]

শনিবার শপথ শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান কৃষ্ণা চক্রবর্তী৷ তিনি বলেন, ‘‘আমাকে এত বড় সুযোগ দেওয়ার জন্য আমি মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ৷ বিধাননগরের মেয়রের দায়িত্ব নিয়ে আমি সকলের সার্বিক উন্নয়নের লক্ষ্যেই কাজ করব৷ কোনও ভেদাভেদ থাকবে না৷ উনি আমাদের মানুষের উন্নয়নের স্বার্থে কাজ করার শিক্ষা দিয়েছেন৷ সেই পথেই আমিও হাঁটব৷ জাতপাত, ধর্মের ভিত্তিতে কোনও ভাগ থাকবে না৷’’ এদিনের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের শীর্ষ নেতারা৷ ছিলেন রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, ব্রাত্য বসু, জ্যোতিপ্রিয় মল্লিক, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, পূর্ণেন্দু বসু৷ অনুষ্ঠানে দেখা যায় রাজ্যসভার সাংসদ দোলা সেন এবং বিধায়ক তথা উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূলের পর্যবেক্ষক নির্মল ঘোষকেও৷

[ আরও পড়ুন: শমীক ভট্টাচার্যের সঙ্গে ঘনিষ্ঠতা, মুখ খোলায় বিজেপি নেত্রীকে হুমকির অভিযোগ ]

লোকসভা নির্বাচনের সময় থেকেই তৃণমূলের অস্বস্তির কারণ হয়ে উঠেছিলেন প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত৷ কখনও আলটপকা বা কখনও দলবিরোধী মন্তব্য করে তৃণমূলকে চাপে ফেলছিলেন তিনি৷ এর মধ্যে একাধিকবার বিজেপি নেতা মুকুল রায়ের সঙ্গেও প্রকাশ্যে সাক্ষাৎ করেন তিনি৷ অবশেষ তাঁর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া শুরু করে শাসকদল৷ মাঠে নামেন খোদ রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম৷ সব্যসাচী দত্তের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে বিধাননগরের কাউন্সিলরা৷ এবং সেই অনাস্থাকে চ্যালেঞ্জ করে হাই কোর্ট যান সব্যসাচী৷ জিতেও আসেন৷ তবে আশ্চর্যজনক ভাবে সঙ্গে সঙ্গে ইস্তফা দেন তিনি৷ এরপরই বিধাননগর পুরনিগমের পরবর্তী মেয়রের নাম নিয়ে চর্চা শুরু হয়৷ উঠে আসে রাজ্যের মন্ত্রী সুজিত বসু, ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায় ও চেয়ারপার্সন কৃষ্ণা চক্রবর্তীর নাম৷ দীর্ঘদিনের সেই প্রশ্নের উত্তর মিলল শনিবার৷

The post সব্যসাচী পর্বে ইতি, বিধাননগরের মেয়র পদে শপথ নিলেন কৃষ্ণা চক্রবর্তী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement