shono
Advertisement

ইরান থেকেই অপহৃত কুলভূষণ, স্বীকার প্রাক্তন পাক গুপ্তচরের

মুখ পুড়ল পাকিস্তানের৷ The post ইরান থেকেই অপহৃত কুলভূষণ, স্বীকার প্রাক্তন পাক গুপ্তচরের appeared first on Sangbad Pratidin.
Posted: 10:48 AM May 24, 2017Updated: 05:18 AM May 24, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও প্রকাশ্যে খুলে গেল পাকিস্তানের মুখোশ৷ ইরান থেকেই অপহরণ করা হয়েছিল ভারতীয় নৌসেনার প্রাক্তন আধিকারিক কুলভূষণ যাদবকে৷ এমনটাই জানিয়েছেন কুখ্যাত পাক গুপ্তচর সংস্থা আইএসআই-র প্রাক্তন আধিকারিক জেনারেল আমজাদ শোয়েব৷

Advertisement

[বাড়তি দু’টি রুটি চাওয়ায় ক্রেতাকে পিটিয়ে মারল দুই দোকান কর্মী]

এক বছরেরও বেশি সময় থেকে পাকিস্তানের জেলে বন্দি থাকা যাদবকে বালোচিস্তান থেকে ২০১৬ সালের ২৩ মার্চ গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি পাকিস্তানের৷ ভারতীয় গুপ্তচর সংস্থা ‘র’-এর হয়ে বালোচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের মদত দেওয়ার অভিযোগে পাক সামরিক কোর্ট যাদবের ফাঁসির সাজাও শোনায়৷ তবে গোড়া থেকেই ভারত জানিয়ে এসেছে যে ইরান থেকে পাক এজেন্টদের হাতে অপহৃত হয়েছেন কুলভূষণ যাদব৷ এবং ভারতীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে তাঁর কোনও সম্পর্ক৷ আইএসআই আধিকারিকের এই বয়ানে ভারতের দাবিই যে সত্য তা আবার প্রমাণিত হয়ে গেল৷

প্রসঙ্গত উল্লেখ্য, কুলভূষণ যাদবের ফাঁসির সাজার বিরুদ্ধে আন্তর্জাতিক ন্যায় আদালতে পাকিস্তানের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল ভারত৷ চলতি মাসের ১৮ তারিখ শুনানির পর ভারতের পক্ষেই রায় দিয়েছিল আন্তর্জাতিক ন্যায় আদালত৷ চূড়ান্ত রায় ঘোষণা পর্যন্ত যাদবের ফাঁসিতে স্থগিতাদেশ দিয়েছিল ‘ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস’। মুখ পুড়েছিল পাকিস্তানের৷ পাশাপাশি, ভারতীয় প্রতিনিধি দলকে যাদবের সঙ্গে দেখা করতে দিতে হবে বলেও নির্দেশ দিয়েছিল আন্তর্জাতিক আদালত৷

[‘কাসভের থেকে বড় জঙ্গি কুলভূষণ’]

পাকিস্তান দাবি করে আসছিল, কুলভূষণ একজন ভারতীয় গুপ্তচর৷ ইসলামাবাদের মাটিতে নাশকতামূলক কার্যকলাপে যুক্ত বলেও অভিযোগ করে পাকিস্তান৷ কোনও বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে না হেঁটে সরাসরি যাদবকে ফাঁসির সাজা শোনায় পাক সামরিক আদালত৷ ভারত অন্তত ১৬ বার যাদবের সঙ্গে দেখা করতে চেয়ে আবেদন জানায়৷ কিন্তু প্রতিবারই পাকিস্তান সেই দাবি উড়িয়ে দেয়৷ এমনকী, কুলভূষণের পরিবারকে ভিসা দিতেও অস্বীকার করে ইসলামাবাদ৷ পাকিস্তান অবশ্য এদিনও দাবি করেছে, আন্তর্জাতিক আদালতের রায় মানতে তারা বাধ্য নয়৷

[রাতভর চলল তল্লাশি, উত্তরকাশীর বাস দুর্ঘটনায় উদ্ধার ২২টি দেহ]

The post ইরান থেকেই অপহৃত কুলভূষণ, স্বীকার প্রাক্তন পাক গুপ্তচরের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার