shono
Advertisement
Kunal Ghosh

'সীমান্ত সুরক্ষিত রাখা শাহের দায়িত্ব', পাসপোর্ট জালিয়াতি নিয়ে কেন্দ্রকে নিশানা কুণালের

জাল পাসপোর্ট নিয়ে আদালতে ভর্ৎসনার মুখে পড়েছে কলকাতা পুলিশ।
Published By: Tiyasha SarkarPosted: 08:42 PM Dec 29, 2024Updated: 08:42 PM Dec 29, 2024

ধ্রুবজ্যোতি বন্দ্য়োপাধ্যায়: বাংলাদেশে অশান্তির আবহে পাসপোর্ট জালিয়াতির অভিযোগ উঠছে বারবার। গ্রেপ্তার হয়েছেন অনেকে। এই চক্রের দৌরাত্ম্য নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। এরই মাঝে গোটা ঘটনার জন্য কেন্দ্র ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করলেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বললেন, "সীমান্ত থেকে ঢুকছে কীভাবে? সীমান্ত সুরক্ষিত রাখা শাহের দায়িত্ব।"

Advertisement

হাসিনা সরকারের পতনের পর থেকে উত্তাল বাংলাদেশ। মৌলবাদীদের নির্যাতনে বিপন্ন হিন্দুরা। সকলেই চেষ্টা করছেন কোনওক্রমে ভারতে প্রবেশের। এদিকে সীমান্তগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি। এই পরিস্থিতিতে হদিশ মিলেছে জাল পাসপোর্ট চক্রের। জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। জাল পাসপোর্ট নিয়ে আদালতে ভর্ৎসনার মুখে পড়েছে কলকাতা পুলিশ। প্রকাশ্যে এসেছে, ভেরিফিকেশনের সময় পুলিশি গাফিলতির একাধিক উদাহরণ। অথচ পাসপোর্ট সংক্রান্ত নথি যাচাইয়ের দায়িত্ব পাসপোর্ট কর্তৃপক্ষের। সেক্ষেত্রে একাধিক ফাঁক রয়েছে বলে অভিযোগ করেছেন রাজ্য় পুলিশের ডিজি রাজীব কুমারের। বিষয়টি নিয়ে বিদেশ মন্ত্রককে চিঠি দিয়েছে রাজ্য পুলিশ।

এই পরিস্থিতিতে পাসপোর্ট জালিয়াতি ও অনুপ্রবেশের দায় আবারও কেন্দ্রের কাঁধেই ঠেললেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বললেন, "পাসপোর্ট জালিয়াতি আর সীমান্ত পারাপার এমনভাবে দেখানো হচ্ছে যে বিষয়টা নতুন। এগুলো যুগ যুগ ধরে হয়ে এসেছে। বাম আমলেও হয়েছে। এই যে চক্র কাজ করছে তারা ২০২৪ সালে হঠাৎ শুরু করেছে, এসব ভাবা ভুল। মূল প্রশ্ন হল ঢুকছে কী করে সীমান্ত দিয়ে? সীমান্ত অরক্ষিত রাখা তো শাহের দায়িত্ব।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাংলাদেশে অশান্তির আবহে পাসপোর্ট জালিয়াতির অভিযোগ উঠছে বারবার। গ্রেপ্তার হয়েছেন অনেকে।
  • এই চক্রের দৌরাত্ম্য নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। এরই মাঝে গোটা ঘটনার জন্য কেন্দ্র ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করলেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।
  • বললেন, "সীমান্ত থেকে ঢুকছে কীভাবে? সীমান্ত সুরক্ষিত রাখা শাহের দায়িত্ব।"
Advertisement