সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যে কংগ্রেস এবং তৃণমূলের জোট সম্ভাবনা কার্যত শেষ। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়ে দিয়েছিলেন, বাংলার ৪২ আসনে কোনওরকম সমঝোতা হবে না। সূত্রের খবর, এবার এআইসিসিও (AICC) তৃণমূলের সঙ্গে জোট আলোচনায় ইতি টানতে চলেছে। বস্তুত, কংগ্রেস এবং তৃণমূলের মধ্যেকার তিক্ততা এমন এক পর্যায়ে পৌঁছে গিয়েছে যে সেই তিক্ততার প্রভাবে সংসদেও বিরোধী ঐক্য বিরাট ধাক্কা খাওয়ার মুখে।
সূত্রের খবর, কংগ্রেস ও তৃণমূলের তিক্ততার জের সংসদে বিরোধীদের কক্ষ সমন্বয়ে বিরাট প্রভাব পড়তে চলেছে। সংসদের চলতি অধিবেশনে কংগ্রেসের (Congress) ডাকা কোনও ধরনের বৈঠকে আপাতত না যাওয়ার পক্ষপাতী তৃণমূল নেতৃত্ব। দিল্লি থেকে সেই বার্তাই দেওয়া হয়েছে। রাজ্যে শেষপর্যন্ত জোট আলোচনা কোন দিকে গড়ায়, সেই ছবি স্পষ্ট না হওয়া পর্যন্ত কংগ্রেসকে খানিকটা উপেক্ষা করার পক্ষে তৃণমূল নেতৃত্ব।
[আরও পড়ুন: নতুন সংসদ ভবনে প্রথম সম্ভাষণ, রাষ্ট্রপতি মুর্মুর মুখে রামমন্দির থেকে তিন তালাক]
সচরাচর সংসদের অধিবেশন চলাকালীন রাজ্যসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে নিজের ঘরে বিরোধী দলগুলির বৈঠক ডাকেন। সেখানেই ঠিক হয় কক্ষ-সমন্বয়ের কৌশল। তাতে বিরোধী দলের নেতানেত্রীরা অংশ নেন। সংসদের শীতকালীন অধিবেশনেও তৃণমূল এবং কংগ্রেসের সুসম্পর্ক দেখা গিয়েছিল। খাড়গের ডাকা বৈঠকে যেতেন তৃণমূল নেতারা। তখনও ইন্ডিয়া জোটের অন্যতম দুই শরিকের মধ্যে সম্পর্ক বেশ মধুর ছিল। বাজেট অধিবেশনে সম্ভবত সেই সমন্বয় দেখা যাবে না।
[আরও পড়ুন: অস্ত্র হাতে ভারতীয় ভূখণ্ডে চিনা সেনা! রুখে দাঁড়ালেন লাদাখের মেষপালকেরা, ভাইরাল ভিডিও]
কক্ষ সমন্বয়ে মেলবন্ধন না থাকলে সেটা যে সংসদে বিরোধী শিবিরকে দুর্বল করবে, বলার অপেক্ষা রাখে না। তৃণমূল বাজেট অধিবেশনে রাজ্যের প্রতি কেন্দ্রের আর্থিক বঞ্চনা নিয়ে সরব হতে চলেছে। সেই ইস্যুতে কংগ্রেসের সমর্থন না পেলে তৃণমূলের (TMC) দাবির জোর কমবে। আবার কংগ্রেস যে সব দাবিতে সরব হবে, তাতে তৃণমূল যোগ না দিলে সেগুলিও জোর পাবে না।