সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলন্ত ট্যাক্সিতে ধূমপানে নিষেধ৷ চালককে মারধর করলেন দুই মহিলা যাত্রী৷ ঘটনায় চাঞ্চল্য ছড়াল যাদবপুরে৷
ক্যানসারের সম্ভাবনা ষোলোআনা৷ কিন্তু জেনে বুঝেও ধূমপানে আসক্তি ছাড়তে পারেন না অনেকেই৷ সেই তালিকায় ছেলেরা যেমন আছে, তেমনই মেয়েদের সংখ্যাও কিন্তু কম নয়৷ বস্তুত, এক সমীক্ষায় দেখা গিয়েছে, এ শহরে ছেলের থেকে মেয়েদেরই ধূমপান করার প্রবণতা বেশি৷ এদিকে ধূমপান কমাতে প্রশাসনে উদ্যোগেরও অভাব নেই৷ বাসে, ট্রাম কিংবা মেট্রোয় তো বটেই, শহরের প্রকাশ্য জনবহুল স্থানেও ধূমপান করা আইনত নিষিদ্ধ৷ কিন্তু, নিয়মের বাঁধনেও একশ্রেণির যুবক-যুবতীর উচ্ছৃঙ্খল আচরণকে বাগে আনা যাচ্ছে না! বৃহস্পতিবার ভরদুপুরে যেমন যাদবপুরে একটি ট্যাক্সিচালককে মারধর করলেন দুই মহিলা যাত্রী৷
[চিত্তরঞ্জন সেবা সদনে পড়ে গিয়ে প্রসূতির মৃত্যু,গাফিলতির অভিযোগ পরিবারের]
কেন? বৃহস্পতিবার দুপুরে ট্যাক্সি করে যাচ্ছিলেন ওই দুই মহিলা৷ ট্যাক্সি চালকের দাবি, যাদবপুরে ট্রাফিক গার্ডের কাছে চলন্ত ট্যাক্সিতে সিগারেট ধরাচ্ছিলেন তাঁরা৷ তিনি ধূমপান করতে নিষেধ করেছিলেন৷ তাতেই অগ্নিশর্মা হয়ে ওঠেন ওই দুই মহিলা! ট্যাক্সি চালকের উপর চড়াও হন৷ শুরু হয় মারধর৷ ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে যান ট্যাক্সিচালক৷ গাড়ি থামিয়ে দেন তিনি৷ ঘটনাটি নজরে পড়ে স্থানীয় বাসিন্দা ও পথ চলতি মানুষের৷ খবর দেওয়া হয় যাদবপুর থানায়৷ ওই দুই মহিলা ও ট্যাক্সি চালককে থানায় নিয়ে যায় পুলিশ৷ শেষপর্যন্ত পুলিশের মধ্যস্ততায় ঝামেলা মেটে৷ কোনও পক্ষই থানায় আর অভিযোগ দায়ের করেনি৷
The post ট্যাক্সিতে ধূমপান মহিলা যাত্রীদের, আপত্তি জানিয়ে মার খেলেন চালক appeared first on Sangbad Pratidin.