shono
Advertisement

লতা মঙ্গেশকরকে ‘সাধারণ গায়িকা’বলল নিউইয়র্ক টাইমস

এর আগে ভারতের মঙ্গলাভিযান নিয়ে ব্যঙ্গচিত্র ছেপে বিতর্কের মুখে পড়তে হয়েছিল নিউইয়র্ক টাইমসকে৷ The post লতা মঙ্গেশকরকে ‘সাধারণ গায়িকা’ বলল নিউইয়র্ক টাইমস appeared first on Sangbad Pratidin.
Posted: 10:20 PM Jun 01, 2016Updated: 04:50 PM Jun 01, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শচীন তেন্ডুলকর-লতা মঙ্গেশকরকে নিয়ে কমেডিয়ান তন্ময় ভাটের বিতর্কিত ‘স্ন্যাপচ্যাট ভিডিও’ দেশজুড়ে সমালোচনার ঝড় বইয়ে দিয়েছে৷ এবার দুনিয়ার আরেক প্রান্ত থেকে ‘সমর্থন’ পেলেন তন্ময়৷ বিখ্যাত সংবাদপত্র ‘দ্য নিউইয়র্ক টাইমস’ তাদের এক প্রতিবেদনে লতা মঙ্গেশকরকে ‘সাধারণ গায়িকা’ বা ‘সো কলড্ প্লে-ব্যাক সিঙ্গার’ বলে উল্লেখ করল৷

Advertisement

লতা-সচিনকে নিয়ে তন্ময়ের বিতর্কিত ভিডিওর চেয়ে ‘দ্য নিউইয়র্ক টাইমস’-এর প্রতিবেদনে মুম্বই পুলিশের সমালোচনার উপর অধিক গুরুত্ব দেওয়া হয়েছে৷ বিতর্কিত স্ন্যাপচ্যাট ভিডিওটি মুছে দিতে মুম্বই পুলিশের তরফ থেকে ফেসবুক ও ইউটিউবের কাছে আবেদন করেছে মুম্বই পুলিশ৷ তাদের এই পদক্ষেপের তুমুল নিন্দা করেছেন এনওয়াইটি৷

টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, “স্ন্যাপচ্যাটে ফেস সোয়াপিং প্রযুক্তি ব্যবহার করে তন্ময় ভাট বিখ্যাত ক্রিকেটার শচীন তেন্ডুলকর ও লতা মঙ্গেশকরের একটি ভিডিও আপলোড করেছেন৷ ২০১৩ সালে জনপ্রিয় ক্রিকেটার শচীন ক্রিকেট থেকে অবসর নেন৷ লতা মঙ্গেশকর একজন সাধারণ গায়িকা যিনি চল্লিশের দশকে মামুলি ডান্স নম্বরের জন্য প্লে-ব্যাক করেছেন, নায়িকাদের লিপ-সিঙ্কের জন্য গান গেয়েছেন৷

এর আগে ভারতের মঙ্গলাভিযান নিয়ে ব্যঙ্গচিত্র ছেপে বিতর্কের মুখে পড়তে হয়েছিল নিউইয়র্ক টাইমসকে৷ জনরোষের মুখে পড়ে শেষমেশ ক্ষমা চাইতে হয় সংবাদপত্র কর্তৃপক্ষকে৷ এবারও কি সেই পথেই হাঁটবে মার্কিন সংবাদপত্রটি, অপেক্ষায় লতা অনুরাগীরা!

The post লতা মঙ্গেশকরকে ‘সাধারণ গায়িকা’ বলল নিউইয়র্ক টাইমস appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement