সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখনও ICU-তে লতা মঙ্গেশকর (Lata Mangeshkar )। আরও কিছুদিন সেখানেই থাকতে হবে তাঁকে। শারীরিক অবস্থা আগের মতোই রয়েছে। তেমন কোনও পরিবর্তন ঘটেনি। কিংবদন্তি সংগীতশিল্পীকে দেখার অনুমতি কাউকে দেওয়া হচ্ছে না। তাঁর শরীরিক অবস্থা সারাক্ষণ নজরে রাখা হয়েছে। এমনটাই জানিয়েছেন চিকিৎসক প্রতীত সামদানি।
গত সপ্তাহে কিংবদন্তি সংগীতশিল্পীর করোনা (Coronavirus) আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। পরে জানা যায়, তার কিছুদিন আগেই হাসপাতালে ভরতি করা হয়েছিল তাঁকে। কোভিডের (COVID-19) পাশাপাশি নিউমোনিয়াও রয়েছে ৯২ বছরের শিল্পীর। সেই কারণেই তাঁকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের ICU-তে রেখে চিকিৎসা করা হচ্ছে।
[আরও পড়ুন: Tsunami: জেগে উঠেছে সমুদ্রগর্ভের ‘ঘুমন্ত দানব’, সুনামির আশঙ্কায় কাঁটা আমেরিকা-রাশিয়া-সহ একাধিক দেশ]
এর আগের মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছিল, কিংবদন্তি শিল্পীর বয়সের কথা মাথায় রেখেই তাঁকে কমপক্ষে ১০ থেকে ১২ দিন ICU-তে রেখে চিকিৎসা করা হবে। দিদির শরীরিক অবস্থা আগের থেকে ভাল জানিয়েছিলেন আশা ভোঁসলেও (Asha Bhosle)। এই প্রসঙ্গে এক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আশা জানান, হাসপাতালের সামনে গিয়েছিলেন তিনি। কিন্তু কড়া কোভিডবিধির কারণে কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। তবে লতা মঙ্গেশকরের স্বাস্থ্য সম্পর্কে তাঁকে সমস্ত খবর দেওয়া হয়েছে।
করোনা আক্রান্ত হওয়ার পর থেকেই সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে নিয়ে শুধু অগণিত ভক্তকূলই নয়, উদ্বেগে চিকিৎসকরাও। সারাক্ষণ তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখছেন চিকিৎসকরা। অনেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ৯২ বছরের শিল্পীর আরোগ্য কামনা করেছেন।তাঁর সুস্থতা কামনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। শিল্পীর স্বাস্থ্য সম্পর্কে খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।