সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যদি হোয়াটস অ্যাপেই (WhatsApp) পাওয়া যায় LIC-এর যাবতীয় তথ্য, কেমন হবে? ঝক্কি যে অনেকটা কমবে তা বলাই বাহুল্য। সেই কথা চিন্তা করেই এবার হোয়াটস অ্যাপ পরিষেবা আনল LIC। তবে এই পরিষেবা পেতে বিমা গ্রাহকদের মোবাইল নম্বর ও বিমা রেজিস্ট্রার থাকা বাধ্যতামূলক।
সংস্থার তরফে জানানো হয়েছে, যে সকল গ্রাহকরা এখনও অনলাইনে বিমা রেজিস্ট্রেশন করাননি তাঁরা আগে রেজিস্ট্রেশন করুন। তার জন্য খুলতে হবে LIC’র পোর্টাল www.licindia.in. । অনলাইনে রেজিস্ট্রেশনের পর কয়েকটি ধাপ পেরলেই হোয়াটসঅ্যাপেই পেয়ে যাবেন বিমার যাবতীয় আপডেট।
কীভাবে ব্যবহার করবেন LIC’র হোয়াটসঅ্যাপ পরিষেবা
১. প্রথমে ফোনে সেভ করতে হবে LIC’র অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর। নম্বরটি হল, ৮৯৭৬৮৬২০৯০।
২. নিজের ফোনের হোয়াটসঅ্যাপ খুলে এলআইসি অব ইন্ডিয়ার চ্যাট বক্সে ঢুকুন।
৩. Hi লিখে পাঠান ওই নম্বরে।
৪. সঙ্গে সঙ্গে LIC’র তরফে আপনাকে দেওয়া হবে ১১ টি অপশন।
৫. কোন পরিষেবাটি পেতে চান, সেই নম্বটি পেছে নিয়ে পাঠান।
৬. এবারই হোয়াটসঅ্যাপে চলে আসবে আপনার বিমা সংক্রান্ত তথ্য।
[আরও পড়ুন: মানুষের মস্তিষ্কে চিপ বসিয়ে অন্ধত্ব থেকে পক্ষাঘাত সারাবেন, বিস্ফোরক দাবি মাস্কের]
তবে মনে রাখবেন, শুধুমাত্র আপনার যে নম্বরটি রেজিস্ট্রার করা রয়েছে, সেটি থেকে হোয়াটসঅ্যাপ করলেই এই পরিষেবা পাবেন। যদি এলআইসির পোর্টালে অন্য নম্বর দেওয়া থাকে সেক্ষেত্রে নম্বর পরিবর্তন করতে হবে।
একনজরে দেখে নিন হোয়াটসঅ্যাপে কোন কোন তথ্য পাবেন
১. বাকি থাকা প্রিমিয়াম
২. বোনাসের তথ্য
৩. পলিসির স্টেটাস
৪. লোন এলিজিবিলিটি কোটেসান
৫.লোন রিপেমেন্ট কোটেসান
৬. বিমার বকেয়া সুদ
৭. প্রিমিয়ামের সার্টিফিকেট
৮. ULIP
৯. LIC সার্ভিস লিংক
১০. আউটপুট সার্ভিস
১১. কথোপকথন শেষ করুন