সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিলায়েন্স জিও’র সঙ্গে পাল্লা দিতে আবারও বিনামূল্যে মোবাইল ডেটা অফার নিয়ে হাজির এয়ারটেল৷ নিজেদের 4G প্ল্যানকে মানুষের কাছে পৌঁছে দিতে এবার ৩ জিবি বিনামূল্যে মোবাইল ডেটা দেওয়ার কথা ঘোষণা করল এয়ারটেল৷ গ্রাহকদের 4G পরিষেবার সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতেই মঙ্গলবার এই বিশেষ অফারের কথা ঘোষণা করা হয় এয়ারটেলের তরফে৷
প্রি-পেড এবং পোস্ট-পেড গ্রাহকদের জন্যই এই পরিষেবা চালু করেছে এয়ারটেল৷ আজ, বুধবার থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে এই পরিষেবার জন্য আবেদন জানাতে হবে বলেও জানা গিয়েছে৷ নতুন বছর ৩১ ডিসেম্বর পর্যন্ত তিন জিবি বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা দেবে এয়ারটেল৷ ১২ মাসে মোট ৯০০০ টাকা মূল্যের এই পরিষেবা বিনামূল্যে গ্রাহকদের দেওয়া হবে বলেও জানানো হয়েছে৷
এয়ারটেল 4G প্রিপেড গ্রাহকরা প্রতি মাসে ৩৪৫ টাকার আনলিমিটেড রিচার্জ অফার ভরলেই পাবেন ৩ জিবি বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা৷ অন্যদিকে পোস্ট-পেডের ক্ষেত্রে যে কোনও ‘মাই প্ল্যান’ এবং ‘ইনফিনিটি প্ল্যান’ গ্রাহকরা এই পরিষেবা পাবেন৷
The post জিওকে টেক্কা দিতে প্রতি মাসে বিনামূল্যে 4G ডেটা দেবে এয়ারটেল appeared first on Sangbad Pratidin.