সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরের শুরুতেই দুঃসংবাদ। আর বিনামূল্যে ব্যবহার করা যাবে না হোয়াটসঅ্যাপের সমস্ত সুবিধা। তার জন্য গুনতে হবে টাকা। যদিও খরচ বাঁচানোর উপায়ও রয়েছে আপনার হাতের মুঠোয়।
ব্যাপারটা কী? বর্তমান অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ড্রাইভ, ফটোস, জি-মেল-এর জন্য মোট ১৫ জিবি স্টোরেজ বিনামূল্যে দেয় গুগল। এতদিন এই তালিকায় ছিল না হোয়াটসঅ্যাপ ব্যাক-আপ। ফলে ব্যবহারকারীরা বিনামূল্যেই হোয়াটসঅ্যাপ চ্যাট, ভিডিও-সহ যাবতীয় জিনিস জমা করে রাখতে পারতেন। তবে সুখের দিন শেষ। এবার গুগলের ফ্রি ১৫ জিবি স্টোরেজের মধ্যেই যুক্ত হচ্ছে হোয়াটসঅ্যাপ ব্যাক-আপ। ড্রাইভের ফ্রি স্টোরেজ শেষ হয়ে গেলে গুণতে হবে মোটা টাকা। বাড়তি টাকা দিয়ে কিনতে হবে স্টোরেজ। অন্যথায় মুছে ফেলতে হবে চ্যাট, ভিডিও।
[আরও পড়ুন: মদ বিক্রিতে পুজোর রেকর্ডও ভেঙে দিল বর্ষবরণ, অঙ্কটা জানলে চমকে যাবেন]
জেনে নিন খরচ বাঁচানোর উপায়
১. প্রথমে হোয়াটসঅ্যাপ খুলুন।
২. সেটিংসে গিয়ে বেছে নিন ‘Store and data’ অপশন।
৩. বেছে নিন ‘Manage Storage.’
৪. দেখতে পাবেন কার চ্যাটে সব থেকে বেশি স্টোরেজ ব্যবহার হয়েছে।
৫. এর পর পছন্দ মতো নির্দিষ্ট চ্যাট বেছে নিয়ে ডিলিট করতে পারবেন। ফলে স্পেস খানিকটা খালি হবে। স্টোরেজ না কিনেও প্রয়োজনীয় চ্যাট রাখতে পারবেন।