সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আট থেকে আশি সকলেই বর্তমানে ফেসবুকে সড়গড়। ব্যবহারকারীদের কাছে অ্যাপকে আরও আকর্ষণীয় করে তুলতে মাঝে মধ্যেই কিছুদিনের জন্য বিভিন্ন রকম ফিচার নিয়ে আসে সংস্থা। বর্তমানে ট্রেন্ডিং ‘মাই পাজল’। যেখানে মুহূর্তে বদলে যাচ্ছে আপনার ছবি। করে দিচ্ছে ঝকঝকে! কিন্তু জানেন কি এই ছবিই ফেলতে পারে বিপদে?
ব্যাপারটা ঠিক কী? সম্প্রতি ফেসবুক খুললেই দেখা যাচ্ছে ‘মাই পাজল’। যার মাধ্যমে এক ক্লিকেই সকলে হয়ে যাচ্ছেন সুন্দর। ঠিক যেন বিদেশী। স্বাভাবিকভাবেই স্রোতে গা ভাসিয়ে সকলেই এই ছবি তৈরি করছেন। সাইবার বিশেষজ্ঞদের দাবি, এই ছবির সূত্র ধরেই ফাঁকা হয়ে যেতে পারে অ্যাকাউন্ট। তাঁরা জানাচ্ছেন, উন্নত প্রযুক্তি ব্যবহার করে ছবি বদলের সময় ফোনের অ্যাক্সেস চলে যাচ্ছে বাইরে। যার পরিনাম হতে পারে ভয়ংকর।
[আরও পড়ুন: নবম-দশমের চাকরি বাতিল নিয়ে SSC-র ভূমিকায় অসন্তুষ্ট, ফের রিপোর্ট চাইল হাই কোর্ট]
বর্তমানে গুগল পে, ফোন পে-এর পাশাপাশি মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ থেকেও টাকা লেনদেন করা যায়। ভবিষ্যতে যে ফেসবুকের মাধ্যমে টাকা লেনদেন করা যাবে না, এমন কোনও নিশ্চয়তা নেই। সেই সময়ই টাকা হারানোর ভয় তো থাকছেই। এছাড়া কিছু না বুঝে লিংকে ক্লিক করলেও ফাঁকা হতে পারে অ্যাকাউন্ট। তাই সতর্ক থাকতে হবে সকলকে। ভুলেও ক্লিক করবেন না লিংকে, এমনটাই সতর্কবার্তা বিশেষজ্ঞদের।