সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই পথ যদি না শেষ হয়… তবে হেমন্ত মুখোপাধ্যায় জিজ্ঞেস করবেন, কেমন হত তুমি বলোতো? অন্যদিকে ‘চন্দ্রবিন্দু’ বলবে, তবে বাইক চড়লে বেশ হয়। সেই সঙ্গে জন্ডিস কেসও অবিশ্যি হয়। কেননা মোবাইলের চার্জ তো অফুরান পথ জুড়ে একভাবে থাকবে না। আর আজকের পৃথিবী যেভাবে স্মার্টফোন নির্ভর হয়ে উঠছে, তাতে চার্জ শেষ তো পৃথিবী অন্ধকার। কোনওভাবে পাওয়ার ব্যাঙ্ক ক্যারি করতে ভুলে গেলেই চোখে সরষেফুল দেখেন বাইক আরোহীরা। এবার সে সমস্যা মিটিয়ে দিলেন এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়া।
[ ২০০০ টাকার নোট নিয়ে ফের বড় সিদ্ধান্ত রিজার্ভ ব্যাঙ্কের ]
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারে স্নাতক ওই পড়ুয়ার নাম আমন অরুণ। চেন্নাইয়ের এক কলেজে তাঁর পড়াশোনা। ব্যক্তিগতভাবে তিনি নিজে এই সমস্যায় পড়েছেন। সংকটে পড়েছেন বন্ধুবান্ধবরা। কৃতি এই ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের কাছে বন্ধুদের দাবি ছিল, এমন এক যন্ত্র তৈরি করে দেওয়া, যাতে বাইক চালানোর সময় মোবাইল চার্জে কোনও সমস্যা না হয়। সেইমতো কাজ শুরু করেন আমন। অবং অবশেষে তৈরি করেন ‘পাওয়ার অ্যাড’ নামে ছোট্ট একটা ডিভাইস। বাইক বা মপেডের হ্যান্ডেলের সঙ্গেই তা লাগানো থাকবে। যার যোগ থাকবে ইঞ্জিনের ইগনিশন সিস্টেমের সঙ্গে। তাতেই মোবাইল চার্জের সমস্যা দূর করবে। দামেও বেশ কম। ইঞ্জিন বন্ধ থাকলেও মোবাইলে চার্জ হবেও বলে জানাচ্ছেন ওই পড়ুয়া। ফলে পথচলতি মানুষের মোবাইলের চার্জ ফুরিয়ে যাওয়ার সমস্যা যে অনেকটাই কমল তা বলাই যায়।
The post বাইক চললেই মোবাইলে চার্জ, কীভাবে হবে জানেন? appeared first on Sangbad Pratidin.
