shono
Advertisement

অগোছালো ঘর, জীবনই দেবে সৃষ্টিশীলতার পরিচয়!

আইনস্টাইন বলেছিলেন, “একটি ছড়ানো ছিটানো ডেস্ক যদি এক ছড়ানো ছিটানো মনের প্রতীক হয়, তাহলে খালি ডেস্ককে আমরা কী মনে করব?” The post অগোছালো ঘর, জীবনই দেবে সৃষ্টিশীলতার পরিচয়! appeared first on Sangbad Pratidin.
Posted: 07:24 PM Jul 03, 2016Updated: 05:52 PM Feb 28, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এদিকে বই, ওদিকে জামা-কাপড়, সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে৷ রোজকার তাগাদা, “আরে, ওগুলো একটু গুছিয়ে রাখ! কী করে রেখেছিস পুরো ঘরটার অবস্থা৷” আর এই কথা গুলো শোনার দরকার নেই৷

Advertisement

কারণ এক মার্কিন বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত সাইকোলোজিক্যাল সায়েন্সের পত্রিকায় দাবি করা হয়েছে, যাঁরা অগোছালো হন আদতে তাঁরাই বেশি সৃষ্টিশীল ও বুদ্ধিমান হয়ে থাকেন৷ হয়ে থাকেন প্রগতিশীল৷ তাঁদের চিন্তাধারাই সমাজকে শেখায় নতুন কিছু৷ প্রমাণ হিসেবে গবেষণামূলক এই প্রতিবেদনে বলা হয়েছে স্টিভ জোবস, অ্যালবার্ট আইনস্টাইন ও মার্ক টোয়েনের মতো ব্যক্তিত্বের কথা৷ প্রত্যেকেই ছিলেন অগোছালো৷

এমনকী আইনস্টাইন বলেছিলেন, “একটি ছড়ানো ছিটানো ডেস্ক যদি এক ছড়ানো ছিটানো মনের প্রতীক হয়, তাহলে খালি ডেস্ককে আমরা কী মনে করব?” তাই অগোছালো থাকাটা বদভ্যাস হতেই পারে, কিন্তু মনের সৃষ্টিশীলতার পক্ষে বেশ ভাল, দাবি মার্কিন গবেষকদের৷

The post অগোছালো ঘর, জীবনই দেবে সৃষ্টিশীলতার পরিচয়! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement