shono
Advertisement

Breaking News

নেট দুনিয়ায় ভাইরাল বেগুন ফ্লেভারের কন্ডোম

গল্প নয় সত্যি! সৌজন্যে ডুরেক্সের টুইট৷ The post নেট দুনিয়ায় ভাইরাল বেগুন ফ্লেভারের কন্ডোম appeared first on Sangbad Pratidin.
Posted: 07:30 PM Sep 06, 2016Updated: 04:40 PM Jun 12, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকে বলে যাহার কোনও গুণ নাই, তাহারে কয় বেগুন৷ তবে গুণমুক্ত হওয়ার কারণেই ইহার চাহিদা এখন দ্বিগুণ৷ বিশেষ করে টুইট মহলে৷ সৌজন্যে কন্ডোম প্রস্তুতকারক সংস্থা ডুরেক্স৷

Advertisement

মঙ্গলবার সাত সকালে ডুরেক্সের তরফে এই সোশ্যাল মিডিয়ামে ঘোষণা করা হয়, খুব শিগগিরিই বেগুন ফ্লেভারের কন্ডোম আনতে চলেছে তারা৷ কন্ডোমের প্যাকেটের একটি ছবিও পোস্ট করা হয় টুইটে৷

জেন ওয়াইয়ের কাছে শরীর আর কুণ্ঠাবোধের বিষয় নয়৷ খোলামেলা সম্পর্কেই বিশ্বাসী আধুনিক প্রজন্ম৷ তবে এখনও বেশিরভাগ যুবক-যুবতীদের মধ্যে কন্ডোমের ব্যবহার নিয়ে অনিহা রয়েছে৷ এমন মানুষদের প্রেরণা জোগাতেই নতুন এই উপায় বার করা হয়েছে সংস্থার পক্ষ থেকে৷ লক্ষ্য ছিল সচেতনতা বৃদ্ধি৷

তবে সচেতন সোশ্যাল মিডিয়ার বাসিন্দাদের মধ্যে বেশ সাড়া জাগিয়েছে ডুরেক্সের এই সাত সকালের ঘোষণা৷ আলোচনা-সমালোচনায় নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে বেগুন ফ্লেভারের কন্ডোম৷ ঠাট্টা-তামাশা করতেও ছাড়ছেন না অনেকে৷

 

The post নেট দুনিয়ায় ভাইরাল বেগুন ফ্লেভারের কন্ডোম appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement