shono
Advertisement
Dog

বাড়িতে পোষ্য আনার প্ল্যান? সন্তান ছোট হলে ভুলেও এই ব্রিডগুলির কথা ভাববেন না!

জেনে নিন তালিকায় কোন কোন প্রজাতি রয়েছে।
Published By: Tiyasha SarkarPosted: 02:27 PM Oct 22, 2025Updated: 02:27 PM Oct 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চারপেয়ে সন্তান বাড়িতে আনার প্ল্যান করছেন? বুঝে উঠতে পারছেন না কোন প্রজাতির সারমেয় কিনবেন? তাহলে এই প্রতিবেদন আপনার জন্যই। কারণ, পশুপ্রেমীদের কাছে সব ব্রিড সমান প্রিয় হলেও সব কুকুর বাড়িতে রাখার জন্য আদর্শ নয়। কারণ, সকলের চরিত্র একরকম নয়। বাড়িতে বাচ্চা থাকলে আরও বেশি করে সতর্ক হওয়া উচিত ব্রিড বাছাইয়ের ক্ষেত্রে। চলুন আজ জেনে নেওয়া যাক, ভুলেও কোন ব্রিডগুলিকে বাড়িতে আনা উচিত নয়।

Advertisement

Chihuahua (চিহুয়াহুয়া)- এটি একটি মেক্সিয়ান প্রজাতির কুকুর। দেখতে ছোট্ট। তবে এরা খুব সহজেই বিরক্ত হয়ে যায়। ফলে বাড়িতে যদি বাচ্চারা থাকে সেক্ষেত্রে সহজেই মেজাজ হারাতে পারে। আদরের সময়ও বিরক্ত হয়ে আক্রমণের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। কম বেশি সব বাড়িতেই বাচ্চারা থাকে। তাই এদের বাড়িতে না আনাই ভালো।

Dalmatian (ডালমেশিয়ান)- ডালমেশিয়ান প্রজাতির কুকুর দেখতে ভারী সুন্দর। এরা মূলত ক্যারেজ কুকুর হিসেবে পরিচিত। ঠিক মতো ব্যায়াম ও পরিচর্চা না হলেও এরা ক্ষিপ্ত হয়ে উঠতে পারে। চিৎকার-চেঁচামেচিও ওদের একেবারে না-পসন্দ। তাই যে কোনও মুহূর্ত মেজাজ হারিয়ে আক্রমণ করতেই পারে।

Chow Chow(চাউ চাউ)- চাউ চাউ হল একটি স্পিটজ প্রজাতির কুকুর। এরা মূলত উত্তর চিনের কুকুর। এরা একেবারেই পারিবারিক কুকুর নয়। বেশি আদর, ভালোবাসাও এদের পছন্দ না। তাই এদের বাড়িতে না আনাই ভালো।

Akita (আকিতা)- আকিতা এটি একটি জাপানি ব্রিড। দেখতে বেশ বড়সড়। এরা অত্যন্ত লয়াল, প্রোটেক্টিভ ও পজেসিভ। এই প্রবণতাই কখনই উলটো হয়ে দাঁড়ায়। মাঝে মধ্যে এরা ভীষণ আনপ্রেডিক্টেবল হয়ে ওঠে। এরা শান্ত পরিবেশ পছন্দ করে। অন্যথায় ক্ষিপ্ত হতে পারে এরা।

Weimaraner (ওয়েইমারানার)- ওয়াইমারানার হল শিকারি কুকুর। এরা অত্যন্ত বুদ্ধিদীপ্ত। হাসিখুশি থাকতে এদের নিয়মিত শরীরচর্চা প্রয়োজন। অন্যাথায় বিরক্ত, অস্থির হয়ে ওঠে ওরা। যা পরিবারের জন্য সমস্যার হয়ে দাঁড়াতে পারে।

তথ্য বলছে, বাড়ির জন্য গোল্ডেন রিট্রিভার, ল্যাবরেডর, লাসার মতো প্রজাতিই সেরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ডালমেশিয়ান প্রজাতির কুকুর দেখতে ভারী সুন্দর। এরা মূলত ক্যারেজ কুকুর হিসেবে পরিচিত। ঠিক মতো ব্যায়াম ও পরিচর্চা না হলেও এরা ক্ষিপ্ত হয়ে উঠতে পারে।
  • আকিতা এটি একটি জাপানি ব্রিড। দেখতে বেশ বড়সড়। এরা অত্যন্ত লয়াল, প্রোটেক্টিভ ও পজেসিভ। এই প্রবণতাই কখনই উলটো হয়ে দাঁড়ায়। মাঝে মধ্যে এরা ভীষণ আনপ্রেডিক্টেবল হয়ে দাঁড়ায়।
Advertisement